OnePlus 11 Pro এর ডিজাইন ধরা পড়লো ছবিতে, ফ্যানেরা খুশি, নতুন লুক সহ থাকছে Hasselblad এর ক্যামেরা

চলতি বছরের শুরুতেই ওয়ানপ্লাস তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট হিসেবে OnePlus 10 Pro হ্যান্ডসেটটি উন্মোচন করে। আর এখন একটি নতুন প্রিমিয়াম ওয়ানপ্লাস ফোনের রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে, যাকে ২০২৩-এর জন্য ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ ফোন বলে উল্লেখ করা হয়েছে৷ তাই মনে করা হচ্ছে, এগুলি আপকামিং OnePlus 11 Pro-এর রেন্ডার। উল্লেখিত হ্যান্ডসেটটিতে কোম্পানির ট্রাই-স্টেট অ্যালার্ট স্লাইডার এবং হ্যাসেলব্লাড (Hasselblad)-ব্র্যান্ডেড রিয়ার ক্যামেরা থাকবে বলে জানা গেছে৷ রিপোর্ট অনুসারে, OnePlus 11 Pro-এর ছবিগুলি প্রাথমিক প্রোটোটাইপের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ছবিগুলি থেকে বোঝা যায় যে, হ্যান্ডসেটটিতে একটি এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে এবং ওয়ানপ্লাস লোগোটি ব্যাক প্যানেলের কেন্দ্রে অবস্থান করবে। চলুন এই রেন্ডারগুলি থেকে আসন্ন ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস স্মার্টফোনটি সম্পর্কে আর কি কি তথ্য সামনে এল, দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল OnePlus 11 Pro-এর রেন্ডার

টিপস্টার স্টিভ হ্যামারস্টোফার ওরফে ওনলিক্স (@OnLeaks) স্মার্টপ্রিক্স (SmartPrix)-এর সাথে জুটি বেঁধে নয়া ওয়ানপ্লাস ১১ প্রো-এর কিছু রেন্ডার শেয়ার করেছেন, যা ফোনটির প্রথম দিকের প্রোটোটাইপের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এটিকে আগামী বছর বা ২০২৩ সালের জন্য ওয়ানপ্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন বলা হচ্ছে। ছবিগুলি থেকে বোঝা যায় যে, ফোনটির ডানধারে অবস্থিত পাওয়ার বাটনের পাশে কোম্পানির আইকনিক সতর্কতা স্লাইডারটি থাকবে। ডিভাইসটিতে একটি এলইডি ফ্ল্যাশ এবং জনপ্রিয় ক্যামেরা লেন্স নির্মাতা হ্যাসেলব্লাড (Hasselblad)-এর ব্র্যান্ডিং সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।

এছাড়া, এই হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা মডিউলটি বৃত্তাকার হবে এবং এটিকে ঘিরে একটি অর্ধ-পিল আকৃতির বাউন্ডারি দেখা যাবে। রেন্ডার অনুযায়ী, ওয়ানপ্লাস ১১ প্রো-এর রিয়ার প্যানেলের মাঝখানে ওয়ানপ্লাস-এর লোগোটি উপস্থিত থাকবে। আর ডিসপ্লের ওপরের বাঁদিকের কোণায় একটি পাঞ্চ-হোল কাটআউট প্রদর্শিত হবে, যার মধ্যে সেলফি ক্যামেরাটি অবস্থান করবে। ছবিগুলি ইঙ্গিত দেয় যে, ওয়ানপ্লাস ১১ প্রো-তে পাতলা বেজেল থাকবে, আর ফোনটির বাম ধারে ভলিউম রকারটি দেখা যাবে।

এদিকে আরেকটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস চলতি বছরের শেষে একটি নতুন ফোন লঞ্চ করবে বলে পরিকল্পনা করছে, যা OnePlus 11 Pro হবে বলে অনুমান করা হচ্ছে। ফোনটি একটি ‘SM8550’ চিপসেট দ্বারা চালিত হবে, যা অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের মডেল নম্বর হতে পারে। রিপোর্ট অনুসারে, জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, নতুন ওয়ানপ্লাস হ্যান্ডসেটটি “টেক্সচার এবং পারফরম্যান্স” (অনুবাদিত)-এর ওপর ফোকাস করবে।

উল্লেখ্য, আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটটি আসন্ন কোয়ালকম সামিট ২০২২ (Qualcomm Summit 2022) ইভেন্টের সময় লঞ্চ হবে বলে জানা গেছে। কোম্পানির ইভেন্ট পেজ অনুসারে, কোয়ালকম সামিট ২০২২ আগামী ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে৷ স্বাভাবিকভাবেই কোয়ালকমের ইভেন্টের পরে ওয়ানপ্লাস তাদের পরবর্তী প্রজন্মের OnePlus 11 Pro ফোনটি লঞ্চ করবে বলে আশা করা যায়৷

Anwesha Nandi

Recent Posts

24 ক্যারাট সোনা দিয়ে তৈরি এই Samsung স্মার্টফোন, কত দাম অনুমান করুন দেখি

অ্যাপল (Apple) এবং স্যামসাং (Samsung) এর ফ্ল্যাগশিপ ফোনের লাক্সারি কাস্টম এডিশন বানানোর জন্য সুপরিচিত ব্র্যান্ড,…

1 hour ago

Best 108MP Camera Smartphone: দাম শুরু 9 হাজার টাকা থেকে, সেরা 3 স্মার্টফোন দেখে নিন

আপনি যদি কম দামে সেরা ক্যামেরা স্পেসিফিকেশনের ফোন কিনতে চান, তবে অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টে…

1 hour ago

অতিসস্তায় ভারতে ঝড় তুলতে আসছে 8GB র‌্যামের এই ফোন, ফুল চার্জে চলবে 60 দিন পর্যন্ত

Tecno Spark Go 1 এই সপ্তাহের শুরুতে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে। এবার ভারতে সাড়া ফেলতে…

3 hours ago

Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে…

4 hours ago

স্প্লেন্ডরের দ্বিগুণ! 23 লিটারের ফুয়েল ট্যাংক এই মোটরসাইকেলে, লঞ্চের আগে শুরু বুকিং

BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW…

5 hours ago

8199 টাকা থেকে পাওয়া যাচ্ছে LED Smart TV, 12 হাজার টাকার কমে সেরা 5 টিভি দেখুন

বাজেটের মধ্যে নতুন Smart TV খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা অ্যামাজনে বিক্রি…

5 hours ago