ফ্যামিলি কার মার্কেটে Maruti Ertiga-র প্রতিদ্বন্দ্বী আনছে Hyundai, Stargazer প্রিমিয়াম এমপিভির টিজার প্রকাশ

ফ্যামিলি কার হিসাবে MPV-র জুড়ি মেলা ভার। ভারতে এই ধরনের গাড়িগুলির মধ্যে Maruti Suzuki Ertiga জনপ্রিয়। তবে আর্টিগা-কে টেক্কা দিতে Hyundai আনছে নতুন মডেল। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশকে লক্ষ্য করে কোরিয়ান সংস্থাটি লঞ্চ করবে Stargazer। যার প্রোডাকশন ভার্সনের টিজার প্রকাশ করেছে হুন্ডাই।

Hyundai Trajet-এর সাক্সেসর হিসাবে আসছে Stargazer৷ দেখতেও বেশ প্রিমিয়াম। আবার টিজার ছবি থেকে স্পষ্ট, এর ডিজাইন Hyundai Staria থেকে অনুপ্রাণিত। এতে চওড়া এলইডি বার এবং বড় ফ্রন্ট গিল রয়েছে, যা বাম্পারের বেশিরভাগ কভার করছে‌। এলইডি‌ টেললাইট সরু। উইন্ডস্ক্রিনের নীচে সরু ও প্রশস্ত এলইডি বার দিয়ে সেটি সংযুক্ত। চাকার স্টাইলিশ ডিজাইনও লক্ষ্য করা যাচ্ছে।

Hyundai Stargazer-এর সামনের ও পিছনের অংশ দেখানো হলেও, পাশের দিক এখনও রহস্যের আবরণে ঢাকা। গাড়িটির দৈর্ঘ্য ৪,৫০০ মিমি এবং ভেতরের আসনগুলি তিন সারিতে থাকবে বলে আশা করা যায়। ছয় ও সাত আসন অপশন হিসাবে উপলব্ধ হতে পারে। হুন্ডাইয়ের শাখা সংস্থা কিয়ার Karens-এর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হতে পারে গাড়িটি। যা গত বছর ভারতে লঞ্চ হয়েছে।

Hyundai Stargazer এমপিভি ১.৫ লিটার পেট্রল ও ডিজেল ইঞ্জিন ভ্যারিয়েন্টে আসতে পারে। ট্রান্সমিশনের জন্য ম্যানুয়াল এবং অটোমেটিক উভয় বিকল্প থাকবে। জুলাইয়ে গাড়িটি উন্মোচিত হতে পারে। এটি ইন্দোনেশিয়ায় তৈরি হতে পারে। যেখানে সংস্থার Creta,  Santa Fe, এবং Ioniq 5 মডেলের উৎপাদন চলে৷। প্রথম সে দেশে লঞ্চ হলেও তারপর ভারতে আসবে গাড়িটি। যদিও এখানে Stargazer লঞ্চের বিষয়ে এখনও কিছু বলেনি হুন্ডাই‌।