বিক্রি কমছে ওয়ানপ্লাস ফোনের? ভারতে লঞ্চের আগেই OnePlus 11 অন্য দেশে লঞ্চ হচ্ছে

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে OnePlus 11। তবে এর আগে ডিভাইসটি চীনে আত্মপ্রকাশ করবে। আজ সংস্থাটি জানিয়েছে যে, আলোচ্য হ্যান্ডসেটকে আগামী ৪ঠা জানুয়ারি চীনের বাজারে উন্মোচন করা হবে। আসন্ন OnePlus 11 চলতি বছরে আসা OnePlus 10 Pro স্মার্টফোনের উত্তরসূরি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। OnePlus আজ এই লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনের জন্য টিজার পোস্টার শেয়ার করেছে। যার মাধ্যমে আসন্ন স্মার্টফোনটির প্রসেসর ও র‌্যাম সম্পর্কে জানা গেছে।

OnePlus 11 এর চীনা ভ্যারিয়েন্টের টিজার পোস্টার প্রকশ্যে

ওয়ানপ্লাস দ্বারা শেয়ার করা প্রথম টিজার পোস্টার অনুসারে, আসন্ন ওয়ানপ্লাস ১১ স্মার্টফোনে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ (Qualcomm Snapdragon 8 Gen 2) প্রসেসর ব্যবহার করা হবে। আর এটি ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র‌্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি UFS 4.0 স্টোরেজ সহ আসবে। এক্ষেত্রে সংস্থাটি দাবি করেছে যে, কোয়ালকমের এই লেটেস্ট প্রসেসরটি ৪০% পর্যন্ত CPU এনহ্যান্সমেন্ট এবং ৪৫% পর্যন্ত GPU এনহ্যান্সমেন্ট অফার করবে। এমন দাবির কারণ, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ৪ এনএম ভিত্তিক প্রসেসিং নোড দ্বারা চালিত এবং এটি ইন্টিগ্রেটেড অ্যাড্রেন ৭৪০ (Adreno 740) GPU সহ এসেছে।

এদিকে, বিগত কয়েক সপ্তাহ ধরে ওয়ানপ্লাস ১১ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ফিচার অনলাইনে ফাঁস হচ্ছে। চলুন এখন পর্যন্ত আসন্ন ওয়ানপ্লাস ডিভাইসটির সম্পর্কে কী কী তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

OnePlus 11 – সম্ভাব্য স্পেসিফিকেশন

আপকামিং ওয়ানপ্লাস ১১ স্মার্টফোনকে সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে খুঁজে পাওয়া গিয়েছিল। যার দরুন আলোচ্য মডেলটির একাধিক ফিচার সামনে এসে গেছে। লিস্টিং অনুসারে, ডিভাইসটি ৬.৭-ইঞ্চির (৩২১৬×১৪৪০ পিক্সেল) AMOLED ডিসপ্লে অফার করবে। এই ডিসপ্লের ডিজাইন হবে কর্নারড পাঞ্চ-হোল নচ স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। সেলফি এবং ভিডিও কলের জন্য স্মার্টফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে নচ কাটআউটের মধ্যে। আবার ব্যাক প্যানেলে দেখা যাবে ট্রিপল ক্যামেরা ইউনিট। এই ক্যামেরাগুলি – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ৩২ মেগাপিক্সেল সেন্সর হতে পারে।

এছাড়া আলোচ্য মডেলটিকে সম্প্রতি ‘কম্পালসারি সার্টিফিকেশন অফ চীন’ ওরফে 3C বা CCC সার্টিফিকেশন সাইটেও উপস্থিত হতে দেখা যায়। এখানকার লিস্টিংযার মাধ্যমে আমরা জানতে পারি যে, OnePlus 11 স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৮৭০ এমএএইচ ব্যাটারি ইউনিট দেওয়া হবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। এটিকে ১২ জিবি / ১৬ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি / ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের মধ্যে বেছে নেওয়া যাবে। এছাড়া OnePlus 11 স্মার্টফোনের পরিমাপ ১৬৩.১×৭৪.১×৮.৫৩ মিমি এবং ওজন ২০৫ গ্রাম হবে।

আর সম্প্রতি এক টিপস্টার দাবি করেছিলেন যে, বিদ্যমান OnePlus 10 Pro ফোনের উত্তরসূরি হিসাবে আসতে পারে OnePlus 11। তবে পূর্বসূরির থেকে উত্তরসূরির দাম কম রাখা হবে বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত আলোচ্য ফ্ল্যাগশিপ ফোনটি ছাড়াও, আগামী কয়েক মাসের মধ্যে OnePlus 11R নামের আরেকটি স্মার্টফোনও বাজারে আসবে, যা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে।