১ টাকায় কিনুন স্মার্টফোন সহ অনেক কিছু, Oppo e-Store দিচ্ছে বিশাল সুযোগ

পূর্ব ঘোষণা মাফিক Oppo আজ ভারতে তাদের ই-স্টোর (e-store) লঞ্চ করলো। ফলে বিভিন্ন ই-কমার্স সাইটের (Amazon/Flipkart) সাথে এবার অপ্পো-র ডিভাইসগুলি অনলাইনে কোম্পানির এই নিজস্ব স্টোর থেকেও পাওয়া যাবে। পাশাপাশি কোম্পানি আকর্ষণীয় লঞ্চ অফারও ঘোষণা করেছে। Oppo একটি প্রেস রিলিজে বলেছে, ” গ্রাহকরা এখন ৮০টির বেশি বাজেট এবং প্রিমিয়াম স্মার্টফোন, আইওটি প্রোডাক্ট এবং ওয়্যারেবল গ্যাজেট এক ক্লিকেই ই-স্টোরের মাধ্যমে কিনতে পারবেন।” শুধু তাই নয়, Oppo, বেশ কয়েকটি ব্যাংকের সাথে হাত মিলিয়ে ক্রেতাদের ডিসকাউন্ট সহ নো কস্ট ইএমআই-এর সুবিধা দেবে।

আপাতত HDFC, Standard Chartered, Kotak এবং Bajaj Finserv এর গ্রাহকরা Oppo e-Store থেকে নো কস্ট ইএমআই-এ প্রোডাক্ট কিনতে পারবেন। এছাড়া HDFC, Kotak এবং Standard Chartered ব্যাংকের কার্ডধারীদের অপ্পো-র বিভিন্ন ডিভাইসের ওপর ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। আবার অপ্পো-র ওয়্যারেবল ডিভাইস ও Oppo W31 এবং W11 ট্রু ওয়্যারলেস ইয়ারফোন ফ্ল্যাশ সেলে ১ টাকায় পাওয়া যাবে।

অন্যদিকে ফ্ল্যাশ সেলে ৮০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে Oppo Band Style সহ Oppo A5 (2020), Oppo A5s, Oppo F11, Oppo F15 এবং Oppo Reno 10X Zoom স্মার্টফোনগুলির ওপর। অপ্পো আরও জানিয়েছে, তারা ১ টাকার “Mystery Box” সেলের আয়োজন করেছে। যেখানে ১ টাকায় Oppo F19 Pro+ থেকে শুরু করে Oppo Band Style পাওয়া যাবে।

এছাড়াও কোম্পানি কিছু বান্ডেল অফারও নিয়ে এসেছে, যেখানে বিভিন্ন প্রোডাক্ট একসাথে কিনলে ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। Oppo Reno 5 Pro বা Oppo F19 স্মার্টফোনের সাথে Oppo W31 ট্রু ওয়্যারলেস হেডফোন, এবং Oppo A15s স্মার্টফোনের সাথে Oppo W11 true ট্রু ওয়্যারলেস হেডফোন কিনলে এই ছাড় পাওয়া যাবে। সর্বশেষ, এই ই-স্টোরে “spin-to-win” ফিচারও উপলব্ধ। যার মাধ্যমে Oppo Reno 5 Pro, Oppo A53, Oppo Enco X হেডফোন, Oppo Band Style সহ ৫০ টাকা, ১০০ টাকা বা ১৫০ টাকার কুপন জেতা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন