Emobi Kyari EV: উপার্জন হবে দু’হাত ভরে, ডেলিভারি বয়দের জন্য আসছে নয়া ই-স্কুটি, ফুল চার্জে 85 কিমি

ভবিষ্যতে এমন একটা দিন আসবে, যখন ইলেকট্রিক ভেহিকেল ভারতের রাস্তায় প্রথাগত পেট্রল বাইক ও স্কুটারের সংখ্যাকে ছাপিয়ে যাবে। প্রায় প্রতিদিন নিত্যনতুন টু হুইলারের ডালি সাজিয়ে হাজির হচ্ছে বিভিন্ন কোম্পানি। এবারে আরও এক নয়া ইলেকট্রিক স্কুটারের আগমন নিশ্চিত হয়ে গেল। অফিশিয়াল লঞ্চের আগে ইমোবি (Emobi) নামে বেঙ্গালুরুর এক ইভি টু হুইলার স্টার্টআপ তাদের নতুন ইলেকট্রিক স্কুটার প্রদর্শন করেছে, যার নাম Kyari। চলুন এটির খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

ইমোবি জানিয়েছে, Kyari বিজনেস টু বিজনেস বা B2B সেগমেন্টে ব্যবহারের উপযুক্ত মডেল। অর্থাৎ হোম ডেলিভারি অথবা পণ্য সরবরাহের জন্য এটি বাজারে আনা হবে। তবে ব্যক্তিগত ব্যবহারের উপযুক্ত দু’চাকা গাড়িও বানানোও টার্গেট সংস্থার। ‘ভারত মোবিলিটি এক্সপো ২০২৪’-এর মঞ্চে আত্মপ্রকাশ করেছিল এই ই-স্কুটি। লাস্ট মাইল ডেলিভারি ক্ষেত্রে নিজেদের উপস্থিতি বাড়াতেই কোম্পানি বিশেষভাবে নজর দিচ্ছে।

Emobi Kyari-এর লঞ্চের নির্দিষ্ট সময়কাল সম্পর্কে মুখ খোলেনি সংস্থা। যদিও বর্তমানে এটির ডেভেলপমেন্ট সম্পূর্ণ হয়নি বলেই খবর। এতে সোয়াপেবল ব্যাটারি ব্যবহার করা হতে পারে। নিজেদের নেটওয়ার্ক বাড়ানো এবং নতুন মডেল লঞ্চের জন্য বর্তমানে Honda ও Misashi-র সাথে হাত মিলিয়ে কাজ করছে কোম্পানি।

Kyari-তে অভিনব ডিজাইন ফুটিয়ে তোলা হবে। ফ্ল্যাট লম্বা সিট থাকার কারণে চালকের বসতে সমস্যা হবে না। আবার যাতে বেশি পরিমাণে মালপত্র বহন করা যায়, তার ব্যবস্থাও থাকছে। এটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ১৮৭০ মিমি, ৭০৫ মিমি ও ১০১০ মিমি।

কারিগরি বৈশিষ্ট্য হিসেবে Emobi Kyari-তে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং ডুয়েল শক রিয়ার অ্যাবজর্বার। শক্তির উৎস হিসেবে রযেছে একজোড়া ১.৩ কিলোওয়াট আওয়ার Honda e:swap ব্যাটারি। এছাড়া রয়েছে ৪.২ কিলোওয়াট স্পিন্ডেল মোটর, যা থেকে ১৮.৭ এনএম টর্ক উৎপন্ন হবে। ৮৫ কিলোমিটার রেঞ্জ সহ সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৭৫ কিলোমিটার।