OnePlus 11R রাতারাতি খুব সস্তা হয়ে গেল, 40,000 থেকে দাম কমে আজ 27,999 টাকা!

গত বছর ফেব্রুয়ারি মাসে ওয়ানপ্লাস তাদের জনপ্রিয় সাব-ফ্ল্যাগশিপ OnePlus 11R স্মার্টফোনটিকে বাজারে এনেছিল। এবছর এর উত্তরসূরি OnePlus 12R লঞ্চ হওয়ার পর পূর্বসূরি মডেলটির দাম ৩,০০০…

গত বছর ফেব্রুয়ারি মাসে ওয়ানপ্লাস তাদের জনপ্রিয় সাব-ফ্ল্যাগশিপ OnePlus 11R স্মার্টফোনটিকে বাজারে এনেছিল। এবছর এর উত্তরসূরি OnePlus 12R লঞ্চ হওয়ার পর পূর্বসূরি মডেলটির দাম ৩,০০০ টাকা কমানো হয়েছিল। আর চলতি মাসের শুরুতে নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত ২,০০০ টাকা ছাড়ের সাথে OnePlus 11R ২৯,৯৯৯ টাকায় উপলব্ধ হয়। আর এখন, ওয়ানপ্লাস অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India)-এর ওয়েবসাইটে কানারা ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত সুবিধা সহ মাত্র ২৭,৯৯৯ টাকায় ডিভাইসটিকে অফার করছে। আসুন OnePlus 11R ফোনের সাম্প্রতিক ব্যাঙ্ক অফারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

OnePlus 11R ফোনের অফার মূল্য:

ওয়ানপ্লাস ১১আর ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি বর্তমানে অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে ২৭,৯৯৯ টাকায় কেনার জন্য উপলব্ধ রয়েছে। এছাড়াও, কানারা ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ইউজাররা অতিরিক্ত ৫০০ টাকা ছাড় পাবেন। প্রসঙ্গত, এই মূল্য হ্রাস ওয়ানপ্লাস ১১আর মডেলটিকে এর দামের রেঞ্জে সবচেয়ে শক্তিশালী বিকল্প করে তুলেছে। ডিভাইসটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর, যা উচ্চ গ্রাফিক্স সেটিংস এবং ফ্রেম রেটে বিজিএমআই (BGMI) সহ একাধিক মোবাইল গেম চালাতে সক্ষম।

জানিয়ে রাখি, ওয়ানপ্লাস ১১আর ফোনের ইউজার ইন্টারফেসটি মসৃণ, নিয়মিতভাবে অক্সিজেনওএস (OxygenOS) সফ্টওয়্যার আপডেট করে আরও ইউজার-ফ্রেন্ডলি হয়ে উঠেছে। OnePlus 11R অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হয়েছে এবং কোম্পানি এতে তিনটি বড় ওএস আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলমান এবং এটি অ্যান্ড্রয়েড ১৬ পর্যন্ত আপডেট পাবে। আর শেষ মেজর আপডেটের পরও আরও এক বছরের জন্য সিকিউরিটি আপডেট গ্রহণ করবে ওয়ানপ্লাস ১১আর।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, OnePlus 11R ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এটি ৫,০০০ এমএএইচ ব্যাটারিতে চালিত হয়, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে নিরাপত্তার জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর ফটোগ্রাফির জন্য, OnePlus 11R হ্যান্ডসেটটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে৷ আর ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে।