26 মিনিটেই চার্জ ফুল! অনবদ্য ফিচার্সের সঙ্গে OnePlus 12 ও OnePlus 12R ভারতে হাজির

আজ (২৩ জানুয়ারি) অবশেষে ভারতের বাজারে পা রাখলো ওয়ানপ্লাসের দুই বহু প্রতিক্ষিত স্মার্টফোন। একটি হল ফ্ল্যাগশিপ OnePlus 12 এবং অপরটি হল ফ্ল্যাগশিপ-কিলার OnePlus 12R। এরমধ্যেই…

আজ (২৩ জানুয়ারি) অবশেষে ভারতের বাজারে পা রাখলো ওয়ানপ্লাসের দুই বহু প্রতিক্ষিত স্মার্টফোন। একটি হল ফ্ল্যাগশিপ OnePlus 12 এবং অপরটি হল ফ্ল্যাগশিপ-কিলার OnePlus 12R। এরমধ্যেই স্ট্যান্ডার্ড OnePlus 12 মডেলটি Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটে রান করে। অন্যদিকে, ফ্ল্যাগশিপ কিলার OnePlus 12R-এ রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর। আসুন লেটেস্ট ওয়ানপ্লাস স্মার্টফোনগুলির দাম এবং স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে OnePlus 12 এবং OnePlus 12R: মূল্য এবং উপলব্ধতা

এদেশের বাজারে ওয়ানপ্লাস ১২-এর বেস ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ৬৪,৯৯৯ টাকা। এছাড়া, উচ্চতর ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য ৬৯,৯৯৯ টাকা। অন্যদিকে, ওয়ানপ্লাস ১২আর-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা এবং এর ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ৪৫,৯৯৯ টাকায় কেনা যাবে।

জানিয়ে রাখি, ওয়ানপ্লাস ১২ অ্যামাজন (Amazon) এবং কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে আগামী ৩০ জানুয়ারি থেকে কেনার জন্য উপলব্ধ হবে, যেখানে ওয়ানপ্লাস ১২আর-এর সেল ৬ ফেব্রুয়ারি চালু হবে। তবে আজ থেকেই ভারতীয় ক্রেতারা ওয়ানপ্লাস ১২ ফোনটি প্রি-অর্ডার করতে পারবেন। গ্রাহকরা আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক এবং ওয়ানকার্ড (OneCard) লেনদেনের সাথে ওয়ানপ্লাস ১২-এর দামের ওপর ২,০০০ টাকা এবং ওয়ানপ্লাস ১২আর-এর সাথে ১,০০০ টাকা ছাড় পেতে পারেন৷

OnePlus 12-এর স্পেসিফিকেশন

OnePlus 12-এ ৬.৮২ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড (LTPO AMOLED) স্ক্রিন রয়েছে, যাকে কোম্পানি প্রোএক্সডিআর (ProXDR) নাম দিয়েছে। এই স্ক্রিনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩,১৬৮ × ১,৪৪০ পিক্সেলের কিউএইচডি+ রেজোলিউশন, ৪,৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ডলবি ভিশন সাপোর্ট করবে। ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ দ্বারা সুরক্ষিত। ওয়ানপ্লাস এতে তাদের ফার্স্ট-জেন ডিসপ্লে পি১ চিপও যুক্ত করেছে, যা প্যানেলের ছবির গুণমানকে অপ্টিমাইজ করে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, OnePlus 12-এ Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটটি রয়েছে। ডিভাইসটি একটি ডুয়াল ক্রায়ো-বেগ কুলিং সিস্টেমের সাথে এসেছে, যা দুটি ভেপার চেম্বার যুক্ত। এটি ডিভাইসটিকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমাতে সাহায্য করে। সামগ্রিক কনফিগারেশন ওয়ানপ্লাস ১২-কে তার পূর্বসূরির চেয়ে ৩০% বেশি দ্রুত করে তোলে।

ক্যামেরার ক্ষেত্রে, ওয়ানপ্লাস তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপেও হ্যাসেলব্লাড (Hasselblad)-এর সাথে পার্টনারশিপ বজায় রেখেছে। OnePlus 12-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony LYT-808 সেন্সর, ৩x অপটিক্যাল জুম এবং ওআইএস সহ আপগ্রেড করা ৬৪ মেগাপিক্সেলের OmniVision OV64B পেরিস্কোপ লেন্স এবং ৪৮ মেগাপিক্সেলের Sony IMX581 আল্ট্রাওয়াইড সেন্সর অবস্থান করছে। আর ফোনের সামনে সেলফির জন্য একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, OnePlus 12-এ ৫,৪০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১০০ ওয়াট সুপারভুক (SuperVOOC) ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, এটি মাত্র ২৬ মিনিটে ফোনটিকে ০-১০০% চার্জ করতে পারে। ডিভাইসটিতে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও রয়েছে, যাকে কোম্পানি এয়ারভুক (AirVOOC) বলে।

OnePlus 12R-এর স্পেসিফিকেশন এবং ফিচার

OnePlus 12R-এ ২৭৮০ x ১,২৬৪ পিক্সেলের ১.৫কে রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড (LTPO AMOLED) স্ক্রিন রয়েছে। এটিও স্ট্যান্ডার্ড মডেলটির মতো একই প্রোএক্সডিআর (ProXDR) প্রযুক্তি ব্যবহার করে। ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এটি ডলবি ভিশন সাপোর্ট করে। OnePlus 12R-এ ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 2 চিপসেটটি ব্যবহার করা হয়েছে এবং এতেও অনুরূপ ক্রায়ো-বেগ কুলিং সিস্টেমটি বিদ্যমান। উল্লেখযোগ্যভাবে, OnePlus 12R-এর কুলিং সিস্টেমটি পূর্বসূরি OnePlus 11R-এর ভেপার চেম্বারের চেয়ে ৭৬% বড়।

ফটোগ্রাফির জন্য, OnePlus 12R-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে। তবে, এই ক্যামেরাগুলির কোনোটিই হ্যাসেলব্লাড দ্বারা টিউন করা নয়। ফোনটির সামনে সেলফি তোলার জন্য একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 12R-এ সামান্য বড় ৫,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এটিও ১০০ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করে, কিন্তু এতে কোনও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নেই। উল্লেখযোগ্যভাবে, ওয়ানপ্লাস তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ কিলারের সাথে ৪ বছরের সফ্টওয়্যার আপডেট অফার করছে।