এক দশক পূর্তি উপলক্ষে বড় চমক, প্রিমিয়াম গ্লাস ফিনিশের সঙ্গে আসছে OnePlus 12

OnePlus 12-কে নিয়ে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে। এটি টপ-নচ ফিচার এবং আকর্ষণীয় ডিজাইনের সাথে ব্র্যান্ডের পরবর্তী ফ্ল্যাগশিপ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। বর্তমানে ফোনটির…

OnePlus 12-কে নিয়ে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে। এটি টপ-নচ ফিচার এবং আকর্ষণীয় ডিজাইনের সাথে ব্র্যান্ডের পরবর্তী ফ্ল্যাগশিপ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। বর্তমানে ফোনটির প্রতি ক্রেতাদের আকর্ষিত করতে কোম্পানি এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি টিজারের মাধ্যমে সামনে আনতে শুরু করেছে। এবার স্বয়ং চীনে ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট, লি জেই আসন্ন OnePlus 12-এর কালার অপশনগুলি উন্মোচন করেছেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক কি কি রঙে বাজারে আসতে চলেছে এই নয়া ওয়ানপ্লাস ফোনটি।

OnePlus 12 প্রিমিয়াম গ্লাস ফিনিশ সহ আকর্ষণীয় রঙে লঞ্চ হতে চলেছে

ওয়ানপ্লাস ১২ তিনটি কালারে পাওয়া যাবে – ফ্রস্ট হোয়াইট, সায়ান গ্রিন এবং ওবসিডিয়ান ব্ল্যাক। এই রঙগুলি ব্যবহারকারীরা তাদের পছন্দ এবং প্রতীকী থিমের ওপর ভিত্তি করে বেছে নিতে পারবেন। ফ্রস্ট হোয়াইট বিশুদ্ধতা এবং মূল উদ্দেশ্যের প্রতিনিধিত্ব করে, আর সায়ান সবুজ প্রকৃতি এবং বিস্তৃত প্রাকৃতিক দৃশ্যের প্রতীক। অন্যদিকে, অবসিডিয়ান ব্ল্যাক স্থিতিস্থাপকতা এবং কোম্পানির বৃদ্ধির এক দশককে চিহ্নিত করে। এর পাশাপাশি, ওয়ানপ্লাস ১২-এর তিনটি কালার ভ্যারিয়েন্টেই উচ্চমানের গ্লাসের কারুকার্যের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও কোম্পানির ১০ বছর পূর্তি উপলক্ষ্যে ব্র্যান্ডের প্রথম ফোন, ওয়ানপ্লাস ওয়ান-এর আইকনিক উড-টেক্সচারযুক্ত কভারকে ডেডিকেট করে ওয়ানপ্লাস ১২-এর একটি বিশেষ উড গ্রেইন টেক্সচার যুক্ত ভ্যারিয়েন্টও লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।

রেন্ডার অনুসারে, ওয়ানপ্লাস ১২ ব্র্যান্ডের সিগনেচার ডিজাইন ল্যাঙ্গুয়েজ বজায় রাখবে। অর্থাৎ, ফোনটির ব্যাক প্যানেলে হ্যাসেলব্লাড (Hasselblad) লোগো সহ ট্রিপল-ক্যামেরা সেটআপ দেখা যাবে। আর সামনের দিকে একটি কেন্দ্রীভূত ফ্রন্ট ক্যামেরা পাঞ্চ-হোল সহ কার্ভড ডিসপ্লে থাকবে, যার ওপরে অবস্থান করবে একটি স্পিকার।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, OnePlus 12-এ বিওই (BOE)-নির্মিত ৬.৮২ ইঞ্চির এক্স১ ওলেড (X1 OLED) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২কে রেজোলিউশন অফার করবে। এটি কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত হবে। OnePlus 12 সর্বোচ্চ ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করতে পারে। ফোনটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে কালারওএস ১৪ (ColorOS 14) কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য, কোম্পানি OnePlus 12-এর রিয়ার ক্যামেরা সেটআপের হাইপারটোন ক্যামেরা অপ্টিমাইজেশন এবং LYT-T808 প্রাইমারি ক্যামেরা সেন্সরের ওপর ফোকাস করছে। আর প্রধান ক্যামেরার সাথে ৩x অপটিক্যাল জুম সহ ৬৪ মেগাপিক্সেলের OmniVision OV64B পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং একটি ৪৮ মেগাপিক্সেলের Sony IMX581 আল্ট্রা-ওয়াইড লেন্স যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। সেলফির জন্য, OnePlus 12-এর সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 12-এ ৫০ ওয়াট ওয়্যারলেস এবং ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং ক্ষমতা সহ বড় ৫,৪০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ওয়ানপ্লাস আগামী ৪ ডিসেম্বর তাদের “টেন্থ অ্যানিভার্সারি ফায়ারসাইড চ্যাট” ইভেন্টের আয়োজন করেছে, যেখানে তারা OnePlus 12 এবং OnePlus Ace 3 স্মার্টফোনগুলি উন্মোচন করবে। আগামী বছর OnePlus Ace 3 ফোনটি OnePlus 12R নামে OnePlus 12-এর সাথে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।