6 জুন ভারতে আসছে OnePlus 12-এর স্পেশাল এডিশন, ডিজাইনে দারুণ চমক!

গতবছর ডিসেম্বরে চীনে আত্মপ্রকাশ করার পর, OnePlus 12 স্মার্টফোনটি এবছর জানুয়ারিতে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এটি লঞ্চের সময় সিল্কি ব্ল্যাক এবং ফ্লোই এমারেল্ড কালার অপশনগুলিতে উন্মোচিত হয়েছিল। তবে চলতি সপ্তাহেই ব্র্যান্ড এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির একটি হোয়াইট কালার ভ্যারিয়েন্টের প্রোমোশনাল টিজার ভারতে প্রকাশ করেছে। প্রসঙ্গত গ্লেসিয়ার হোয়াইট নামের এই মডেলটি চীনা বাজারেই এতদিন উপলব্ধ ছিল। কিন্তু এখন, ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে OnePlus 12 হ্যান্ডসেটের গ্লেসিয়ার হোয়াইট (Glacier White) কালার অপশনটি আগামী সপ্তাহে এদেশে লঞ্চ হবে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

OnePlus 12 ফোনের নতুন কালার ভ্যারিয়েন্ট আগামী সপ্তাহে ভারতে আসছে

চীনা ব্রান্ডের তরফে নিশ্চিত করা হয়েছে যে, ওয়ানপ্লাস ১২ ফোনের গ্লেসিয়ার হোয়াইট কালার অপশনটি ভারতে আগামী ৬ জুন লঞ্চ করা হবে। আসন্ন মডেলটিতে গ্লসি ফিনিশ দেখা যাবে বলে মনে হচ্ছে, যেখানে অন্যান্য কালার অপশনগুলি ম্যাট ফিনিশের সাথে এসেছে।

কোম্পানি জানিয়েছে, ওয়ানপ্লাস গ্লেসিয়ার হোয়াইট সংস্করণটি একটি ডিজাইন মাস্টারপিস এবং এটি হিমবাহের অত্যাশ্চর্য সৌন্দর্য ও কাঠিন্যের থেকে অনুপ্রেরণা গ্রহণ করেছে। এতে একটি মসৃণ সমসাময়িক ডিজাইন রয়েছে, যা অত্যাধুনিক নান্দনিকতার সাথে শক্তিশালী কার্যকারিতাকে একত্রিত করে। ওয়ানপ্লাস ১২ ফোনের গ্লেসিয়ার হোয়াইট কালার ভ্যারিয়েন্ট সারা দেশে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যম থেকেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

তবে রিয়ার প্যানেলের রঙ ছাড়াও, OnePlus 12 Glacier White ভ্যারিয়েন্টের মূল স্পেসিফিকেশন অন্য দুটি বিকল্পের মতোই হবে। ডিভাইসটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কার্ভড এজ সহ ৬.৮২ ইঞ্চির কিউএইচডি+ ডিসপ্লে রয়েছে। এটি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত, যা ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত। স্মার্টফোনটিতে ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ বিশাল ৫,৪০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান। আর ফটোগ্রাফির জন্য, OnePlus 12 ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ ইউনিট উপস্থিত রয়েছে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago