Categories: Mobiles

আরও বড় ব্যাটারি ও দ্রুত চার্জিং স্পিড সহ আসছে OnePlus 12, লঞ্চের আগেই ফাঁস ভিডিও

আগামীকাল অর্থাৎ ৫ই ডিসেম্বর চীনের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে OnePlus 12। তার আগে সংস্থাটি একের পর এক টিজার শেয়ার করে আসন্ন ডিভাইসের বেশ কয়েকটি কী-ফিচার নিশ্চিত করেছে। আজও তিনটি নতুন টিজার শেয়ার করা হয়েছে। এগুলি ফোনটির ব্যাটারি এবং চার্জিং ক্যাপাসিটির সম্পর্কিত তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছে। পাশাপাশি চীনা মাইক্রোব্লগিং সাইট উইবো (Weibo) -তে আজ এই ফ্ল্যাগশিপ ফোনের একটি হ্যান্ডস-অন ভিডিও ফাঁস করা হয়েছে, যা বহুল প্রতীক্ষিত OnePlus 12 -এর ফ্রন্ট এবং ব্যাক প্যানেলের ডিজাইন কেমন হবে তার একটা স্পষ্ট ধারণা দিয়েছে।

ওয়ানপ্লাস দ্বারা শেয়ার করা টিজার পোস্টার অনুসারে, ওয়ানপ্লাস ১২ ফোনে ৫,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে। এই ব্যাটারি একবার চার্জে প্রায় ১.৭৯ দিন সচল থাকবে। আবার ব্যাটারিটি চার বছর পর্যন্ত নিয়মিত চার্জিং সহ্য করার ক্ষমতা সহ আসবে।

ওয়ানপ্লাস ব্র্যান্ডিংয়ের এই আসন্ন মডেলটি ১০০ ওয়াট সুপারভুক (SuperVOOC) ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যা মাত্র ২৫ মিনিটে ডিভাইস সম্পূর্ণ চার্জ করতে সক্ষম করে। একই সাথে এই ফোন ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিও সাপোর্ট করবে, যা ৫৫ মিনিটের মধ্যে ডিভাইস ১০০% চার্জ করবে। এছাড়া, এই ফোন রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচারের সুবিধাও অফার করবে বলে জানান দিচ্ছে টিজার পোস্টার। আবার, পাওয়ার অপ্টিমাইজ করতে এই ফোনে সুপারভুক এস পাওয়ার ম্যানেজমেন্ট চিপ করা হয়েছে।

প্রসঙ্গত, সংস্থার দশম বার্ষিকী উপলক্ষে OnePlus 12 ফ্ল্যাগশিপ ফোনটি লঞ্চ করা হচ্ছে। ফলে ফোনটির ফিচার পূর্বসূরির তুলনায় অধিক আপগ্রেডেড থাকবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, গত বছর আগত OnePlus 11 মডেলটি ১০০ ওয়াট চার্জিং যুক্ত তুলনায় ছোট ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬.৭-ইঞ্চির স্ক্রিন সহ এসেছিল। অতএব ব্যাটারি বিভাগে এগিয়ে থাকছে উত্তরসূরিটি। একইভাবে ডিসপ্লে বিভাগেও এগিয়ে আসন্ন মডেলটি। কেননা এতে অধিক ওয়াইড অ্যাসপেক্ট রেশিও এবং ৪,৫০০ নিট পিক ব্রাইটনেস সমর্থিত ৬.৮২-ইঞ্চির বড় ডিসপ্লে প্যাক করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

এছাড়া ওয়ানপ্লাসের তরফ থেকে শেয়ার করা পোস্টারগুলির থেকে জানা গেছে যে, OnePlus 12, IP65 রেটিং প্রাপ্ত হওয়ায় ধুলো এবং জল প্রতিরোধী হবে। এটি ২৪ জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজের সাথে আসবে। আবার এতে OnePlus Open ফোল্ডেবল ফোনের অনুরূপ ক্যামেরা সেটআপ পাওয়া যায় বলেও জানা যাচ্ছে। এছাড়া দাবি করা হচ্ছে, আসন্ন OnePlus 12 স্মার্টফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে।

এদিকে প্রসঙ্গত সদ্য প্রকাশ্যে আসা হ্যান্ডস-অন ভিডিও -তে ডিভাইসটি হোয়াইট কালার অপশনে নজরে পড়েছে। যার ব্যাক প্যানেলে ওয়ানপ্লানের তথাকথিত বড় ও বৃত্তাকার ক্যামেরা মডিউল লক্ষ্যণীয়। এই মডিউলের বাম পাশে মেটালিক ডিজাইন এবং ভিতরে চারটি সেন্সর দেখা গেছে। মধ্যিখানে ব্র্যান্ড লোগো দেওয়া হয়েছে। OnePlus 12 ফোনের সামনে অর্থাৎ ডিসপ্লের উপরিভাগে মাঝবরাবর সেলফি ক্যামেরার জন্য কাটআউট রয়েছে।

Subheccha Das Poddar

Share
Published by
Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

58 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

59 mins ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

5 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago