কিনতে লাগবেনা গাদা গাদা টাকা! সস্তায় মিলছে OnePlus-এর লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন, ফিচার লা-জবাব

এখনকার দিনে সস্তায় স্মার্টফোন কেনাটা কোনো কঠিন ব্যাপারই নয়, সেল থাক বা না থাক সস্তায় ইচ্ছমতো ফোন হাতে পেয়ে যাচ্ছেন সকলেই। সেক্ষেত্রে আপনি যদি কম…

এখনকার দিনে সস্তায় স্মার্টফোন কেনাটা কোনো কঠিন ব্যাপারই নয়, সেল থাক বা না থাক সস্তায় ইচ্ছমতো ফোন হাতে পেয়ে যাচ্ছেন সকলেই। সেক্ষেত্রে আপনি যদি কম খরচে এখন OnePlus-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ অফারের সন্ধান। আসলে বর্তমানে কোনো সেল না চললেও স্বল্প কয়েক মাস আগে লঞ্চ হওয়া OnePlus 12 5G ফোনটি এর দামের থেকে ছাড়ে কেনার সুযোগ মিলছে। আপনি উন্নত মানের ডিসপ্লে, দুর্দান্ত 50MP ক্যামেরা সেটআপ, শক্তিশালী Qualcomm Snapdragon প্রসেসর এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত এই ফোনটি Amazon এবং Flipkart – উভয় জায়গাতেই সস্তায় পেয়ে যাবেন।

সেল ছাড়াই সস্তা লেটেস্ট OnePlus 12 5G, কত দাম পড়বে?

ওয়ানপ্লাস ১২ ৫জি ফোনটির ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৬৪,৯৯৯ টাকা। এক্ষেত্রে অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) থেকে ফোনটি কিনলে কোনো ফ্ল্যাট ডিসকাউন্ট না পেলেও, ২,০০০ টাকার কুপন ব্যাঙ্ক অফার ও ৫৫,০০০ টাকা অবধি এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে। অর্থাৎ এই প্ল্যাটফর্ম থেকে আপনি ৬০,০০০ টাকা বা ভাগ্য ভালো থাকলে আরও কমে হ্যান্ডসেটটি পেয়ে যাবেন।

অন্যদিকে ফ্লিপকার্ট অথেন্টিক সেলার না হলেও, এই ই-কমার্স সাইটে ওয়ানপ্লাস ১২ সর্বনিম্ন ৫৮,৪৯৮ টাকায় তালিকাভুক্ত, এতে কোনো এক্সচেঞ্জ অফার নেই – তবে ব্যাঙ্ক অফারে এর দাম পড়বে ৫৫,৫৭৩ টাকা। অতএব আপনার সুবিধামতো আপনি যেখান থেকে খুশি এটি অর্ডার করতে পারেন।

উল্লেখ্য, এই ফোনটি ফ্লোয়ি এমারেল্ড্ এবং সিল্কি ব্ল্যাক – দুটি কালার অপশনে উপলব্ধ।

OnePlus 12 5G-এর স্পেসিফিকেশন

লেটেস্ট ওয়ানপ্লাস ১২ ৫জি ফ্ল্যাগশিপ ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৮২ ইঞ্চি কিউএইচডি+ এলটিপিও ৪.০ অ্যামোলেড ডিসপ্লে আছে, যা গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশনপ্রাপ্ত। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, যার সাথে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের বিকল্প বর্তমান। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি ১০০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্টের ৫,৪০০ এমএএইচ ব্যাটারি অফার করে।

ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, এই ওয়ানপ্লাস স্মার্টফোনটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony LYT-808 সেন্সর), ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩২ মেগাপিক্সেল টেলিফটো (3x জুম ক্যাপাসিটিসহ) ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে, যেখানে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মেলে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।