Categories: Mobiles

OnePlus 12 বাজার কাঁপাতে হাজির, রূপে, গুণে দুর্ধর্ষ, ফিচার্সে iPhone 15-কেও টেক্কা

বছরের সেরা অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপের দাবিদার হিসাবে আত্মপ্রকাশ করল OnePlus 12। সংস্থার দশম বার্ষিকী উপলক্ষ্যে এই স্মার্টফোনটি চীনে লঞ্চ হয়েছে। একটি প্রিমিয়াম ফোন থেকে যা যা আশা করা যায়, তার সমস্ত কিছু মজুত এতে। ক্যামেরা থেকে শুরু করে ওয়্যারলেস চার্জিং সিস্টেম আপগ্রেড করেছে কোম্পানি। পাশাপাশি OnePlus 12 ওলেড (OLED) ডিসপ্লে, Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর, ও ৫,৪০০ এমএএইচ ব্যাটারি অফার করে। চলুন অত্যাধুনিক ফোনটির খুঁটিনাটি জেনে নিই।

OnePlus 12-এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ১২ আইপি৬৫ রেটিং প্রাপ্ত। এটি ৬.৮২ ইঞ্চি কার্ভড ওলেড (OLED) ডিসপ্লের সাথে এসেছে। যা ৩,১৬৮ x ১,৪৪০ পিক্সেল (কিউএইচডি+) রেজোলিউশন, ৫১০ পিপিআই এবং ১-১২০ হার্টজ রিফ্রেশ রেট (LTPO) অফার করে। এছাড়া, এই ১০-বিট স্ক্রিনটি ৪,৫০০ নিট পর্যন্ত লোকাল পিক ব্রাইটনেস লেভেল এবং ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য, ওয়ানপ্লাস ১২ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত, যা এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। এতে ৯,১৪০ বর্গ মিমি ভিসি (ভেপার চেম্বার) কুলিং সিস্টেম রয়েছে, যা ৩৮,৫৪৭ বর্গ মিলিমিটার এরিয়া কভার করতে পারে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে কালারওএস ১৪ (ColorOS 14) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, OnePlus 12-এ অক্টোবরে লঞ্চ হওয়া OnePlus Open ( অরিজিনালি Oppo Find N3)-এর মতো একই ক্যামেরা সেটআপ রয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony LYT-808 প্রাইমারি সেন্সর, ওআইএস-সহায়ক ৩x পেরিস্কোপ জুম লেন্স সহ একটি ৬৪ মেগাপিক্সেলের OmniVision OV64B সেন্সর এবং অটোফোকাস সহ একটি ৪৮ মেগাপিক্সেলের Sony IMX581 আল্ট্রা-ওয়াইড লেন্স দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরার সাথে এসেছে৷ আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। প্রতিট ক্যামেরাই হ্যাসেলব্লাড (Hasselblad ইমেজ প্রসেসিং অফার করে।

এছাড়া, OnePlus 12-এর কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ডুয়েল সিম, ৫জি, ওয়াইফাই ৭, ব্লুটুথ ৫.৪, জিএনএসএস, এনএফসি এবং ইউএসবি ৩.২ জেন১। ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটিতে অ্যালার্ট স্লাইডার, আইআর ব্লাস্টার, এক্স-অ্যাক্সিস লিনিয়ার ভাইব্রেশন মোটর এবং ডুয়েল স্টেরিও স্পিকার মিলবে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিকে শক্তিশালী ৫,৪০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি শক্তি যোগায়, যা ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং (১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস সহ) সাপোর্ট করে।

OnePlus 12-এর মূল্য ও লভ্যতা

OnePlus 12 চীনে কনফিগারেশনে লঞ্চ হয়েছে, এগুলির দাম হল –

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫০,৬০০ টাকা)।

১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৬,৫০০ টাকা)।

১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ – ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬২,৪০০ টাকা)।

২৪ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ – ৫,৭৯৯ ইউয়ান (প্রায় ৬৮,২২৫ টাকা)।

OnePlus 12 রক ব্ল্যাক, পেল গ্রিন বা হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে। আজ (৫ ডিসেম্বর) থেকেই ফোনটির প্রি-অর্ডার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আগামী ১১ ডিসেম্বর থেকে চীনে বিক্রি শুরু হবে। ফোনটি ভারত সহ গ্লোবাল মার্কেটে আগামী জানুয়ারি মাসে লঞ্চ হতে পারে।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

29 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

36 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

45 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

56 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago