ফোন খারাপ হলে সারাতে খরচ কত? পার্টসের দামের তালিকা প্রকাশ করল OnePlus
ওয়ানপ্লাস জানুয়ারি মাসের শুরুতে চীনে তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন, OnePlus 12 লঞ্চ করেছে। এটি আগামী ২৩...ওয়ানপ্লাস জানুয়ারি মাসের শুরুতে চীনে তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন, OnePlus 12 লঞ্চ করেছে। এটি আগামী ২৩ জানুয়ারি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করবে বলেও সম্প্রতি নিশ্চিত করেছে কোম্পানি। OnePlus 12 চীনের বাজারে ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫০,৫৩০ টাকা) প্রারম্ভিক মূল্যের সাথে উপলব্ধ। আর এখন ওয়ানপ্লাসের সহযোগী প্রতিষ্ঠান ওপ্পো (Oppo)-এর অফিসিয়াল ওয়েবসাইটে স্পেয়ার পার্টগুলির মেরামতের খরচ প্রকাশ করা হয়েছে। আসুন আলাদাভাবে যন্ত্রাংশগুলি সারাতে OnePlus 12 ব্যবহারকারীদের কত টাকা খরচ হতে পারে, জেনে নেওয়া যাক।
OnePlus 12-এর পৃথক স্পেয়ার পার্টের মেরামতের খরচের বিবরণ:
- স্ক্রিন: ১,৬৫০ ইউয়ান (প্রায় ১৯,৪০০ টাকা)
- মাদারবোর্ড (২৪ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ): ৩,২৫০ ইউয়ান (প্রায় ৩৮,২১০ টাকা)।
- মাদারবোর্ড (১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ): ২,৮৫০ ইউয়ান (প্রায় ৩৩,৫০৫ টাকা)।
- মাদারবোর্ড (১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ): ২,৪৫০ ইউয়ান (প্রায় ২৮,৮০৫ টাকা)।
- মাদারবোর্ড (১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ): ২,০৫০ ইউয়ান (প্রায় ২৪,১০০ টাকা)।
- ব্যাটারি কভার অ্যাসেম্বলি: ৩৯০ ইউয়ান (প্রায় ৪,৫৩৫ টাকা)।
- ফ্রন্ট ক্যামেরা: ১৬০ ইউয়ান (প্রায় ১,৮৬০ টাকা)।
- রিয়ার প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল (Sony LYT-808): ৫৯০ ইউয়ান (প্রায় ৬,৮৬০ টাকা)।
- আল্ট্রাওয়াইড ক্যামেরা (৪৮ মেগাপিক্সেল): ১৯০ ইউয়ান (প্রায় ২,২১০ টাকা)।
- রিয়ার সুপার লাইট এবং শ্যাডো পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (৬৪ মেগাপিক্সেলের): ৩২০ ইউয়ান (প্রায় ৩,৭২০ টাকা)।
- ব্যাটারি: ১৯৯ ইউয়ান (প্রায় ২,৩১৫ টাকা)।
- স্পিকার: ৫০ ইউয়ান (প্রায় ৫৮৫ টাকা)।
- রিসিভার: ৫০ ইউয়ান (প্রায় ৫৮৫ টাকা)।
- মোটর: ৫০ ইউয়ান (প্রায় ৫৮৫ টাকা)।
- পাওয়ার অ্যাডাপ্টার (১১ভি ৯.১এ): ২১৯ ইউয়ান (প্রায় ২,৫৪৫ টাকা)।
- ডেটা কেবল: ৪৯ ইউয়ান (প্রায় ৫৭০ টাকা)।
উল্লেখযোগ্যভাবে, ওয়ারেন্টি পিরিয়ডের বাইরে মেইনটেনেন্স ফি-এর মধ্যে স্পেয়ার পার্টের খরচ এবং ৫০ ইউয়ানের অতিরিক্ত লেবার চার্জ যুক্ত থাকবে। তবে, প্রতি মাসের ১৬-১৮ তারিখে, ওপ্পো মেম্বার ডে উপলক্ষে সদস্যদের মেরামতের জন্য লেবার চার্জ দিতে হবে না।
জানিয়ে রাখি, OnePlus 12-এ Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর, ৪,৫০০ নিটের পিক ব্রাইটনেস সহ বিশ্বের প্রথম “ওরিয়েন্টাল স্ক্রিন”, ফ্ল্যাগশিপ Sony LYT-808 সেন্সর এবং ৫,৪০০ এমএএইচ ব্যাটারি সহ একাধিক আকর্ষণীয় স্পেসিফিকেশন রয়েছে। ডিভাইসটি ১০০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে। OnePlus 12 একাধিক কনফিগারেশনে পাওয়া যায়, এগুলির দাম -
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫০,৫৩০ টাকা)।
১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ: ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৫,৭৮০ টাকা)
১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ: ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬১,৫৯০ টাকা)
২৪ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ: ৫,৭৯৯ ইউয়ান (প্রায় ৬৭,৪০০ টাকা)