Categories: Mobiles

ফোন খারাপ হলে সারাতে খরচ কত? পার্টসের দামের তালিকা প্রকাশ করল OnePlus

ওয়ানপ্লাস জানুয়ারি মাসের শুরুতে চীনে তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন, OnePlus 12 লঞ্চ করেছে। এটি আগামী ২৩ জানুয়ারি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করবে বলেও সম্প্রতি নিশ্চিত করেছে কোম্পানি। OnePlus 12 চীনের বাজারে ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫০,৫৩০ টাকা) প্রারম্ভিক মূল্যের সাথে উপলব্ধ। আর এখন ওয়ানপ্লাসের সহযোগী প্রতিষ্ঠান ওপ্পো (Oppo)-এর অফিসিয়াল ওয়েবসাইটে স্পেয়ার পার্টগুলির মেরামতের খরচ প্রকাশ করা হয়েছে। আসুন আলাদাভাবে যন্ত্রাংশগুলি সারাতে OnePlus 12 ব্যবহারকারীদের কত টাকা খরচ হতে পারে, জেনে নেওয়া যাক।

OnePlus 12-এর পৃথক স্পেয়ার পার্টের মেরামতের খরচের বিবরণ:

  • স্ক্রিন: ১,৬৫০ ইউয়ান (প্রায় ১৯,৪০০ টাকা)
  • মাদারবোর্ড (২৪ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ): ৩,২৫০ ইউয়ান (প্রায় ৩৮,২১০ টাকা)।
  • মাদারবোর্ড (১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ): ২,৮৫০ ইউয়ান (প্রায় ৩৩,৫০৫ টাকা)।
  • মাদারবোর্ড (১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ): ২,৪৫০ ইউয়ান (প্রায় ২৮,৮০৫ টাকা)।
  • মাদারবোর্ড (১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ): ২,০৫০ ইউয়ান (প্রায় ২৪,১০০ টাকা)।
  • ব্যাটারি কভার অ্যাসেম্বলি: ৩৯০ ইউয়ান (প্রায় ৪,৫৩৫ টাকা)।
  • ফ্রন্ট ক্যামেরা: ১৬০ ইউয়ান (প্রায় ১,৮৬০ টাকা)।
  • রিয়ার প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল (Sony LYT-808): ৫৯০ ইউয়ান (প্রায় ৬,৮৬০ টাকা)।
  • আল্ট্রাওয়াইড ক্যামেরা (৪৮ মেগাপিক্সেল): ১৯০ ইউয়ান (প্রায় ২,২১০ টাকা)।
  • রিয়ার সুপার লাইট এবং শ্যাডো পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (৬৪ মেগাপিক্সেলের): ৩২০ ইউয়ান (প্রায় ৩,৭২০ টাকা)।
  • ব্যাটারি: ১৯৯ ইউয়ান (প্রায় ২,৩১৫ টাকা)।
  • স্পিকার: ৫০ ইউয়ান (প্রায় ৫৮৫ টাকা)।
  • রিসিভার: ৫০ ইউয়ান (প্রায় ৫৮৫ টাকা)।
  • মোটর: ৫০ ইউয়ান (প্রায় ৫৮৫ টাকা)।
  • পাওয়ার অ্যাডাপ্টার (১১ভি ৯.১এ): ২১৯ ইউয়ান (প্রায় ২,৫৪৫ টাকা)।
  • ডেটা কেবল: ৪৯ ইউয়ান (প্রায় ৫৭০ টাকা)।

উল্লেখযোগ্যভাবে, ওয়ারেন্টি পিরিয়ডের বাইরে মেইনটেনেন্স ফি-এর মধ্যে স্পেয়ার পার্টের খরচ এবং ৫০ ইউয়ানের অতিরিক্ত লেবার চার্জ যুক্ত থাকবে। তবে, প্রতি মাসের ১৬-১৮ তারিখে, ওপ্পো মেম্বার ডে উপলক্ষে সদস্যদের মেরামতের জন্য লেবার চার্জ দিতে হবে না।

জানিয়ে রাখি, OnePlus 12-এ Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর, ৪,৫০০ নিটের পিক ব্রাইটনেস সহ বিশ্বের প্রথম “ওরিয়েন্টাল স্ক্রিন”, ফ্ল্যাগশিপ Sony LYT-808 সেন্সর এবং ৫,৪০০ এমএএইচ ব্যাটারি সহ একাধিক আকর্ষণীয় স্পেসিফিকেশন রয়েছে। ডিভাইসটি ১০০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে। OnePlus 12 একাধিক কনফিগারেশনে পাওয়া যায়, এগুলির দাম –

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫০,৫৩০ টাকা)।

১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ: ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৫,৭৮০ টাকা)

১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ: ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬১,৫৯০ টাকা)

২৪ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ: ৫,৭৯৯ ইউয়ান (প্রায় ৬৭,৪০০ টাকা)

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

11 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago