OnePlus 12R Price In India Cut By Rs 4000 On Amazon

দাম কমলো OnePlus 12R ফোনের, লঞ্চের পর এই প্রথম এত সস্তায়

স্মার্টফোন ক্রেতাদের জন্য সুখবর! গত ২৩শে জানুয়ারি আত্মপ্রকাশ করা OnePlus ব্র্যান্ডের একটি মিড-রেঞ্জ স্মার্টফোন বর্তমানে খুবই সস্তায় বিক্রি হচ্ছে Amazon -এ। আমরা কথা বলছি OnePlus 12R মডেলের প্রসঙ্গে। এটি ৪০,০০০ টাকার কাছাকাছি বিক্রয় মূল্যের সাথে লঞ্চ হয়েছিল। কিন্তু এখন অর্থাৎ আগমনের ৫ মাসের মাথায় এসে এই ফোন প্রথমবার ৪,০০০ টাকা ডিসকাউন্টের সাথে কেনা যাবে। এক্ষেত্রে আপনারা ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক কার্ড অফারের লাভ ওঠাতে পারবেন।

Amazon -এ অতিশয় সস্তায় বিক্রি হচ্ছে OnePlus 12R স্মার্টফোন

OnePlus 12R ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৩৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু এই মুহূর্তে হ্যান্ডসেটটি অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) -এর ওয়েবসাইটে মাত্র ৩৭,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। অর্থাৎ ক্রেতারা ফ্লাট ২,০০০ টাকা ছাড়ের সাথে এই ফোন কিনে নিতে পারবেন এখন। আবার OneCard ক্রেডিট কার্ড অথবা IDFC First ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা BOB ফাইন্যান্সিয়াল সলিউশন লিমিটেড -এর BOBCARD ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্তভাবে আরো ২,০০০ টাকা ছাড় মিলবে। এই ব্যাঙ্ক কার্ড অফারের সাথে হ্যান্ডসেটটি নূন্যতম ৩৫,৯৯৯ টাকা খরচ করে কেনা সম্ভব৷ এটি – আয়রন গ্রে এবং কুল ব্লু কালার বিকল্পে এসেছে।

OnePlus 12R এর স্পেসিফিকেশন

OnePlus 12R স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ১.৫কে (২৭৮০ x ১,২৬৪ পিক্সেল) এলটিপিও অ্যামোলেড টাচস্ক্রিন রয়েছে। এতে প্রোএক্সডিআর (ProXDR) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এটি ডলবি ভিশন প্রযুক্তি সাপোর্ট করে। এই ডিভাইসে কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ব্যবহার করা হয়েছে। এতে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস ১৪ কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। ওয়ানপ্লাস তাদের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ কিলারের সাথে চার বছরের সফ্টওয়্যার আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। নিরাপত্তার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য OnePlus 12R ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল – OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এই ক্যামেরাগুলির কোনোটিই কিন্তু হ্যাসেলব্লাড দ্বারা টিউনড নয়। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 12R ফোনে ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০০ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এতে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে না। IP64 রেটিং প্রাপ্ত এই ফোনের পরিমাপ ১৬৩.৩x৭৫.৩x৮.৮ মিমি এবং ওজন ২০৭ গ্রাম।