ব্যবসা বাড়াচ্ছে OnePlus, ভারতীয়দের জন্য এক্সক্লুসিভ ফোন লঞ্চ করবে অন্যান্য দেশেও

OnePlus 12 গ্লোবাল মার্কেটে আগামী ২৩ জানুয়ারি লঞ্চ হবে বলে ইতিমধ্যেই ওয়ানপ্লাসের তরফে নিশ্চিত করেছে৷ আবার এই ফ্ল্যাগশিপ ফোনের সাথে OnePlus 12R নামে একটি প্রিমিয়াম…

OnePlus 12 গ্লোবাল মার্কেটে আগামী ২৩ জানুয়ারি লঞ্চ হবে বলে ইতিমধ্যেই ওয়ানপ্লাসের তরফে নিশ্চিত করেছে৷ আবার এই ফ্ল্যাগশিপ ফোনের সাথে OnePlus 12R নামে একটি প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোন আসবে আসবে আসবে বলেও জানানো হয়েছে৷ প্রতি বছর OnePlus R-সিরিজ অল্প কিছু দেশেই সীমাবদ্ধ থাকে। তবে সেই ধারায় এবার বদল দেখা যাবে। কেননা ওয়ানপ্লাস কনফার্ম করে বলেছে যে, তারা OnePlus 12R-এর মার্কেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

OnePlus 12R আরও বেশি দেশে পাওয়া যাবে

ওয়ানপ্লাস তাদের অফিসিয়াল ইউটিউব (YouTube) হ্যান্ডেলে ফায়ারসাইড চ্যাট হোস্ট করেছিল। সেই ভিডিওতে ব্র্যান্ডটি জানিয়েছে যে, ওয়ানপ্লাস ১২আর উত্তর আমেরিকা এবং ইউরোপীয় রিজিওনে পাওয়া যাবে। স্মার্টফোনের উপলব্ধতা সম্প্রসারণ সম্পর্কে, ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট কিন্ডার লিউ বলেছেন যে ভারত ছাড়াও, উত্তর আমেরিকা, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অংশেও ওয়ানপ্লাস ১২আর লঞ্চ হতে চলেছে।

এই ঘোষণার সাথে ওয়ানপ্লাস কার্যত নিশ্চিত করেছে যে, ওয়ানপ্লাস আসন্ন ওয়ানপ্লাস ১২আর-এর সাথে তাদের আর-সিরিজের ফোনগুলিকে বিশ্ব বাজারে প্রসারিত করছে। গত বছরের ওয়ানপ্লাস ১০আর এবং চলতি বছরের ওয়ানপ্লাস ১১আর শুধুমাত্র ভারতে সীমাবদ্ধ ছিল। ওয়ানপ্লাস আর-সিরিজ ফোনগুলি সাশ্রয়ী মূল্যে মিড-রেঞ্জ প্রাইস সেগমেন্টে প্রিমিয়াম স্পেসিফিকেশন অফার করে। এগুলি চীন-এক্সক্লুসিভ ওয়ানপ্লাস এস-সিরিজের রিব্যাজড ভার্সন।

জানিয়ে রাখি, OnePlus 12R-এর ফাঁস হওয়া রেন্ডারে পাঞ্চ-হোল কাটআউট সহ সামান্য কার্ভড ডিসপ্লে দেখিয়েছে এবং বাহ্যিকভাবে এটি তার পূর্বসূরির মতোই হবে। ডিভাইসটিতে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে রেজোলিউশন সহ বিওই এক্স১ ডিসপ্লে প্যানেল থাকবে। Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেখা যাবে এতে। ব্যাটারি ক্যাপাসিটি হবে ৫,৫০০ এমএএইচ।