লঞ্চ হল OnePlus 9 Pro Flash Silver Edition, মাত্র 1,500 ইউনিট পাওয়া যাবে, কিনবেন?

গত মার্চে, OnePlus ভারত সহ বিশ্ব বাজারে OnePlus 9 সিরিজ লঞ্চ করেছিল। এই ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে এসেছিল তিনটি স্মার্টফোন – OnePlus 9, OnePlus 9 Pro, ও OnePlus 9R। OnePlus চমক দিয়ে এখন OnePlus 9 Pro স্মার্টফোনের নতুন এডিশনের ঘোষণা করলো, যার নাম OnePlus 9 Pro Flash Silver Edition। এই লিমিটেড এডিশন স্মার্টফোনটি বিখ্যাত জাপানী ইলাস্ট্রেটর Hajime Sorayama (হাজিম সোরায়ামা)-র সহযোগিতায় ডিজাইন করা হয়েছে। প্রসঙ্গত, Hajime ‘মহিলা’ রোবোটের বায়োমেকানিক্যাল ইলাস্ট্রেশন ও আর্টওয়ার্কের জন্য পরিচিত। এছাড়াও, Sony AIBO রোবোটের ডিজাইনেও Hajime উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন।

OnePlus 9 Pro Flash Silver Edition: বিশেষত্ব

OnePlus 9 Pro Flash Silver Edition স্মার্টফোন  Sorayama ব্র্যান্ডিংযুক্ত ভিন্ন ধরনের প্যাকেজিং বাক্সের সাথে আসবে। সেইসঙ্গে থাকবে কিছু এক্সক্লুসিভ গুডিজ। যেগুলি হল – Sorayama-র বিখ্যাত রোবোট এনগ্রেভিংয়ের সাথে স্মার্টফোন কেস এবং সাদা রঙের টি শার্ট। OnePlus 9 Pro Flash Silver Edition মর্নিং মিস্ট কালারে উপলব্ধ হবে। এবং বিশ্বজুড়ে স্পেশাল এডিশনটির মাত্র 1500 ইউনিট ছাড়া হবে। এছাড়া, স্পেসিফিকেশন ও ফিচারের দিক থেকে OnePlus 9 Pro ও OnePlus 9 Pro Flash Silver Edition-এর মধ্যে কোনও পার্থক্য নেই।

OnePlus 9 Pro Flash Silver Edition: দাম ও লভ্যতা

OnePlus 9 Pro Flash Silver Edition-এর দাম রাখা হয়েছে RMB 5499, ভারতীয় মুদ্রায় যা প্রায় 62,290 টাকার সমান। আগামী 9 জুন থেকে চীনে এটির বিক্রি শুরু হচ্ছে। পাশাপাশি গ্লোবাল  মার্কেটেও OnePlus 9 Pro Flash Silver Edition উপলব্ধ হবে। যদিও চীনের বাইরে কবে সেল শুরু হবে, তা জানা যায়নি।

OnePlus 9 Pro/OnePlus 9 Pro Flash Silver Edition: স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে :         

OnePlus 9 Pro 6.7 ইঞ্চি QHD+ (1440×3216 পিক্সেল) রেজোলিউশনের ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। ডিসপ্লেতে LTPO টেকনোলজির সংযুক্তিকরণ স্মার্ট 120Hz রিফ্রেশ রেট ফিচারটি সক্রিয় করেছে। সহজ ভাবে বললে, কনটেন্টের র নির্ভর করে রিফ্রেশ রেট পরিবর্তনশীল হবে। যেমন – ফটো দেখা বা টেক্সট পড়ার জন্য 1Hz, সিনেমা বা ভিডিও দেখার জন্য 24Hz ও স্মুথ স্ক্রোলিং করার জন্য 120Hz। OnePlus দাবি করেছিল, নতুন মডেলের LTPO AMOLED প্যানেল পূর্ববর্তী মডেলের তুলনায় পাওয়ার কনজাম্পশন অর্ধেকে নামিয়ে আনবে। এছাড়াও, হাইপার টাচ সাপোর্ট থাকার ফলে মোবাইলে গেম খেলার সময় টাচ রেসপন্স রেট 360 Hz-এ পৌঁছতে পারবে।

পারফরম্যান্স :
                   
Qualcomm-এর ফ্ল্যাগশিপ Snapdragon 888 প্রসেসর দ্বারা OnePlus 9 Pro পরিচালিত। ফোনটি 8 জিবি / 12 জিবি র‌্যাম ও 128 জিবি /256 জিবি স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে  2,250mAh ডুয়াল সেল ব্যাটারি৷ অর্থাৎ, এর ক্যাপাসিটি 4,450mAh। এটি Wrap Charge 65T ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ফোনে Android 11 প্রি-ইনস্টলড রয়েছে।

রিয়ার ক্যামেরা :
    
দুর্ধর্ষ ফটোগ্রাফির জন্য OnePlus 9 Pro কোয়াড রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। যেগুলি হল F/1.8 লেন্স সহ 48 মেগাপিক্সেল Sony IMX789 প্রাইমারি সেন্সর। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ও রিয়েল-টাইম ডিজিটাল ইমেজ স্টেবিলাইজেশন বা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট আছে। এছাড়া রয়েছে F/2.2 আল্ট্রা-ওয়াইড ফ্রিফর্ম লেন্স সহ 50 মেগাপিক্সেল Sony IMX766 সেকেন্ডারি সেন্সর, F/2.4 লেন্সের সঙ্গে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা। রিয়ার ক্যামেরাতে 30fps-এ 8K ভিডিও ও 30,60/120 fps-এ 4K ভিডিও রেকর্ডিং করা যাবে।

রিয়ার ক্যামেরাতে পাবেন নাইটস্কেপ, সুপার ম্যাক্রো, আল্ট্রাশুট এইচডিআর, স্মার্ট সিন রিকগনিশন, পোট্রেট মোড, টিল্ট-শিফট মোড, সুপার স্টেবল, ভিডিও নাইটস্কেপ, টাইমল্যাপস, হাইপারল্যাপস প্রভৃতি ফিচার।

ফ্রন্ট ক্যামেরা :

সেলফি ও ভিডিও কলিং করার জন্য OnePlus 9 Pro প্রো-র সামনে F/2.4 লেন্স ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট সহ 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর আছে। সেলফি ক্যামেরা দিয়ে 30ps-এ FHD ভিডিও রেকর্ড করার পাশাপাশি টাইম-ল্যাপস ভিডিও শুট করা যাবে।

অন্যান্য ফিচার :

OnePlus 9 Pro এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টেরিও স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট, ডলবি অ্যাটমস, IP68 রেটিং, ও 5G কানেক্টিভিটি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Share
Published by
Shuvro

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

13 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

21 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

51 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago