Categories: Mobiles

দুর্ধর্ষ ফিচারে ঠাসা OnePlus Ace 2 এর লঞ্চ ডেট প্রকাশ্যে, সব স্পেসিফিকেশন এখানে পড়ুন

আগামী ৭ ফেব্রুয়ারি, ওয়ানপ্লাস তাদের পরবর্তী গ্লোবাল লঞ্চ ইভেন্টে একাধিক নতুন ডিভাইস উন্মোচন করবে বলে নিশ্চিত করেছে। নয়া দিল্লিতে আয়োজিত “ক্লাউড ১১” নামক এই ইভেন্টে OnePlus 11 5G, OnePlus 11R 5G, OnePlus Buds Pro 2 TWS earbuds, OnePlus TV 65 Q2 Pro, OnePlus ট্যাবলেট এবং OnePlus মেকানিক্যাল কীবোর্ড-এর ওপর থেকে পর্দা সরানো হবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, OnePlus 11R 5G-কে চীনে OnePlus Ace 2 হিসাবে রিব্র্যান্ড করা হবে। এবার, ওয়ানপ্লাসের চীনা শাখা ঘোষণা করেছে যে, তারা ৭ ফেব্রুয়ারি হোম মার্কেটে Ace 2 লঞ্চ করতে প্রস্তুত। আসুন এই ডিভাইসটির সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য প্রকাশ্যে এসেছে, জেনে নেওয়া যাক।

OnePlus Ace 2 চীনে লঞ্চ হবে আগামী মাসেই

ওয়ানপ্লাস চায়না-এর তরফে জানানো হয়েছে যে, নতুন ওয়ানপ্লাস এস ২ আগামী ৭ ফেব্রুয়ারি চীনা বাজারে পা রাখতে চলেছে। সেই একই দিনে এর গ্লোবাল সংস্করণ, ওয়ানপ্লাস ১১আর-ও বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে। এই ফোনটির কিছু প্রোমোশনাল ছবিও কোম্পানির তরফে প্রকাশ করা হয়েছে৷ চিত্রগুলিতে দেখা যাচ্ছে যে, ওয়ানপ্লাস এস ২-এ কার্ভড এজের সাথে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে৷ এর ডান প্রান্তে অ্যালার্ট স্লাইডার এবং পাওয়ার বাটন রয়েছে, আর বাম দিকে ভলিউম রকারটি অবস্থিত।

আবার, এস ২-এর রিয়ার প্যানেলে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল রয়েছে, যা ডিভাইসের ফ্রেমের সাথে ফিউজ করে। এতে একটি এলইডি ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা সেন্সর বর্তমান। ওয়ানপ্লাস এস ২ গ্রীন এবং ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে আসবে। আশা করা যায়, ভারতে লঞ্চ হতে চলা ওয়ানপ্লাস ১১আর ৫জি-ও এই একই ডিজাইন অফার করবে।

OnePlus Ace 2-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

OnePlus Ace 2-এ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১.৫কে (1.5K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে, যা সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এই ওয়ানপ্লাস ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) ইউজার ইন্টারফেসে রান করবে।

ফটোগ্রাফির জন্য, OnePlus Ace 2-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল বা ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনটির সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে। সবশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য Ace 2-তে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago