2023 এর প্রথম সারপ্রাইজ OnePlus Ace 2? ধামাকা ফোন দিয়ে বছর শুরু

ওয়ানপ্লাস সম্প্রতি নিশ্চিত করেছে যে, তারা আগামী ৪ জানুয়ারি চীনে ফ্ল্যাগশিপ OnePlus 11 স্মার্টফোন উন্মোচন করবে। এর পাশাপাশি সংস্থাটি OnePlus Ace 2 নামে আরেকটি নতুন মডেলের ওপরও বর্তমানে কাজ করছে। এটিকে বিশ্ব বাজারে OnePlus 11R হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে। আর এখন, এক টিপস্টার এই আসন্ন Ace 2-এর কিছু মূল স্পেসিফিকেশন শেয়ার করেছেন। আসুন এগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

ফাঁস হল OnePlus Ace 2-এর স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, নতুন ওয়ানপ্লাসের এস ২-এ একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ কার্ভড-এজ ডিসপ্লে থাকবে। এটি একটি ওলেড (OLED) প্যানেল হবে বলে মনে হচ্ছে যা ১.৫কে (1.5K) রেজোলিউশন অফার করবে। এস ২-এ উন্নত পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট এবং পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য, ওয়ানপ্লাসে এস সিরিজের পরবর্তী ফোনটির ক্যামেরা সেটআপের মধ্যে সম্ভবত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অবস্থান করবে।

যদিও, এখনও ওয়ানপ্লাস এস ২-এর লঞ্চের সময়সীমা সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি। তবে, যেহেতু ওয়ানপ্লাস ১১ মডেলটি আগামী ৪ জানুয়ারি লঞ্চ হবে, তাই মনে করা হচ্ছে যে এস ২ এরপরই বাজারে আসতে পারে। আর এই ডিভাইসটিকে ওয়ানপ্লাস ১১আর হিসেবে বিশ্ব বাজারে রিব্র্যান্ড করা হবে বলেও শোনা যাচ্ছে।

এছাড়া, অন্যান্য রিপোর্টে বলা হয়েছে যে, OnePlus Ace 2-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির অ্যানোলড (AMOLED) স্ক্রিন থাকবে। ক্যামেরার ক্ষেত্রে, এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট অন্তর্ভুক্ত থাকবে।

আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। Ace 2 সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করতে পারে। এটি চীনা বাজারে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13)-এর সাথে প্রিলোডেড হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Ace 2-তে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে। নিরাপত্তার জন্য, এই ওয়ানপ্লাস হ্যান্ডসেটে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে। চীনের মার্কেটে, OnePlus Ace 2 ফোনটি Realme GT Neo 4, iQOO Neo 7 Racing Edition এবং Redmi K60 Pro-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে।