OnePlus Ace 2 Pro: টাচস্ক্রিন ফোনের সবচেয়ে বড় সমস্যা দূর করল ওয়ানপ্লাস, জানলে হাফ ছেড়ে বাঁচবেন

ওয়ানপ্লাস আগামী ১৬ আগস্ট চীনে তাদের নতুন OnePlus Ace 2 Pro স্মার্টফোনটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি ইতিমধ্যেই একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করেছে, যা…

ওয়ানপ্লাস আগামী ১৬ আগস্ট চীনে তাদের নতুন OnePlus Ace 2 Pro স্মার্টফোনটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি ইতিমধ্যেই একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করেছে, যা ফোনের ডিজাইন প্রকাশ করে। এছাড়া, বিভিন্ন সূত্র মারফৎ হ্যান্ডসেটটির বেশ কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। আর এখন ওয়ানপ্লাসের চীনা শাখার প্রেসিডেন্ট লি জিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন, যা Ace 2 Pro নতুন “রেইন ওয়াটার টাচ কন্ট্রোল” ফিচার প্রদর্শন করেছে, যা ফোনের স্ক্রিনে জলে ভেজা হাত দিয়ে টাচ রেসপন্স না পাওয়ার চিরাচরিত সমস্যাটির সমাধান করবে বলে দাবি করা হয়েছে৷ আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

OnePlus Ace 2 Pro-এ ব্যবহৃত হবে কাস্টম ডিসপ্লে চিপ

ওয়ানপ্লাস চায়না-এর প্রেসিডেন্ট লি জিয়ে ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট)-তে ওয়ানপ্লাস এস ২ প্রো-এর একটি টিজার ভিডিও শেয়ার করেছেন, যা ফোনটির বিশেষ রেইন ওয়াটার টাচ কন্ট্রোল” বৈশিষ্ট্যটিকে তুলে ধরেছে। ব্যবহারকারীর ঘামে ভেজা হাতের জন্য বা বৃষ্টির জলের জন্য ফোনের টাচস্ক্রিন কাজ না করা একটি খুবই সাধারণ সমস্যা। ওয়ানপ্লাসের নতুন সেল্ফ-ডেভেলপ করা “রেইন ওয়াটার টাচ কন্ট্রোল” প্রযুক্তিটি ঠিক এই সমস্যারই সমাধান করার দাবি করে।

উল্লেখযোগ্যভাবে, টিজার ভিডিওতে আসন্ন ওয়ানপ্লাস এস ২ প্রো-কে অ্যাপল আইফোন ১৪ প্রো-এর সাথে তুলনা করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে, দুটি ফোনই বৃষ্টির সংস্পর্শে আসছে, তাদের স্ক্রিনে জলের ফোঁটা রয়েছে। ইউজার যখন আইফোন ১৪ প্রো আনলক করার চেষ্টা করে, তখন টাচ ইনপুট সঠিকভাবে রেজিস্টার হয় না এবং ফোনটি আনলক করতে বেশ কয়েকবার চেষ্টা করতে হয়। অন্যদিকে, ওয়ানপ্লাস এস ২ প্রো কোনও সমস্যা ছাড়াই প্রথম চেষ্টাতেই আনলক করতে পারেন ব্যবহারকারী। এটি নির্দেশ যে ওয়ানপ্লাসের রেইন ওয়াটার টাচ কন্ট্রোল প্রযুক্তি ভেজা অবস্থায় সত্যিই কার্যকরী। এটি ওয়ানপ্লাসের জন্য একটি বড় সুবিধা হতে পারে, কারণ এর দ্বারা ইউজাররা বৃষ্টিমুখর আবহাওয়াতেও সহজেই তাদের ফোনটি ব্যবহার করতে পারবেন।

এছাড়া, পরীক্ষাটি একটি কুয়াশাচ্ছন্ন পরিবেশেও পরিচালিত করা হয়েছে। আর প্রত্যাশামতোই, OnePlus Ace 2 Pro-কে কুয়াশা মধ্যে ব্যবহার করতেও কোনও অসুবিধা হয়নি। তবে এক্ষেত্রেও, iPhone 14 Pro-কে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ করা সহজ ছিল না।

ওয়ানপ্লাস জানিয়েছে যে, একটি কাস্টম স্ক্রিন চিপ থাকবে এবং তিনটি নতুন কোর টাচ অ্যালগরিদম বিশেষভাবে এই প্রযুক্তির জন্য তৈরি করা হয়েছে। এই অ্যালগরিদমগুলি ভেজা অবস্থায় টাচ ইনপুটের চ্যালেঞ্জগুলিকে অতিক্রম করেছে। এটি OnePlus Ace 2 Pro-কে একটি ইন্ডাস্ট্রি-লিডিং ওয়েট-হ্যান্ড টাচ এক্সপেরিয়েন্স অর্জন করতে দেয়।

ইতিমধ্যেই, OnePlus Ace 2 Pro-এর ডিসপ্লের বিশদ বিবরণ টিজ করা হয়েছে। ফোনটিতে ২,৭৭২ x ১,২৪০ পিক্সেলের রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৬০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৭৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে। প্যানেলটি এইচডিআর১০+ প্লেব্যাকের জন্যও সার্টিফিকেশন লাভ করেছে এবং এর ডিসপ্লে বেজে মাত্র ২.১৭ মিলিমিটার স্লিম। Ace 2 Pro-তে প্রাইমারি Sony IMX890 সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ট্রিপল সেটআপ থাকবে।