OnePlus Ace 2 Pro Promo Leaked

এতদিনের জল্পনা সত্যি করে 24 জিবি র‍্যাম সহ দুর্ধর্ষ সব ফিচার্স পাচ্ছে OnePlus Ace 2 Pro

ওয়ানপ্লাস (OnePlus) চলতি মাসের শেষের দিকে চীনে মার্কেটে Ace 2 Pro লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। নাম দেখে অনুমান করা যায় যে, স্মার্টফোনটি গত ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া Ace 2-এর আপগ্রেডে ভার্সন হতে চলেছে। চলতি সপ্তাহেই আসন্ন ফোনটির একটি রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন, কিছু বৈশিষ্ট্য প্রকাশ করে OnePlus Ace 2 Pro-এর প্রোমোশনাল মেটিরিয়াল প্রকাশ্যে এসেছে। আসুন এগুলি আপকামিং ফোনটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করেছে, জেনে নেওয়া যাক।

প্রকাশিত হল OnePlus Ace 2 Pro-এর প্রোমো মেটিরিয়াল

ওয়ানপ্লাস এস ২ প্রো-এর প্রোমো মেটিরিয়ালের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে, যা থেকে জানা যাচ্ছে যে, এই ফোনটি সায়ান এবং গ্রে কালার অপশনে পাওয়া যাবে। এটিতে ওয়ানপ্লাস ১১-এর মতো একইরকমের ডিজাইন রয়েছে। অর্থাৎ, এই হ্যান্ডসেটটিরও ব্যাক প্যানেলে একটি হাফ-পিল-আকৃতির আইল্যান্ড রয়েছে, যা পাশের ফ্রেম থেকে প্রসারিত হয় এবং একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল গঠন করে। মডিউলটির ভিতরে তিনটি সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অবস্থান করছে৷

OnePlus Ace 2 Pro
এতদিনের জল্পনা সত্যি করে 24 জিবি র‍্যাম সহ দুর্ধর্ষ সব ফিচার্স পাচ্ছে Oneplus Ace 2 Pro

এছাড়াও, ফাঁস হওয়া ব্যানার ইমেজটি প্রকাশ করেছে যে ওয়ানপ্লাস এস ২ প্রো বিশাল ২৪ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ অফার করবে। এতে ৯,১৪০ বর্গ মিলিমিটার এরিয়া সহ ভিসি কুলিংয়ের জন্য একটি মাল্টি-লেয়ার সলিউশন থাকবে। ডিভাইসটি ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে বলেও জানা গেছে। ওয়ানপ্লাস ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, এস ২ প্রো হবে বিশ্বের প্রথম স্মার্টফোন, যাতে টিয়ানগং (Tiangong) কুলিং সিস্টেমটি ব্যবহার করা হবে। এটিকে এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রির সবচেয়ে শক্তিশালী ভেপার চেম্বার হিসেবে বিবেচনা করা হয়। আসন্ন ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ প্রসেসরের অন্তর্ভুক্তির বিষয়টি আগেই নিশ্চিত করা হয়েছে।

ইতিমধ্যেই, OnePlus Ace 2 Pro-কে চীনা কম্পালসারি সার্টিফিকেশন (3C), গিকবেঞ্চ (Geekbench) এবং আনটুটু (AnTuTu)-এর মতো ওয়েবসাইটে দেখা গেছে। এটি আনটুটু-এর বেঞ্চমার্ক টেস্টে ১৭,৩৩,৭০৩ পয়েন্ট অর্জন করেছে। ওয়ানপ্লাসের এই ডিভাইসটিতে ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ কার্ভড ওলেড ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও শোনা যাচ্ছে, Ace 2 Pro-এ ৫০ মেগাপিক্সেল (প্রাইমারি) + ৪৮ মেগাপিক্সেল + ৩২ মেগাপিক্সেল সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে এবং এটি শক্তিশালী ৫,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে৷