Categories: Mobiles

শক্তিশালী প্রসেসরে নো হ্যাং, হাই FPS-এ খেলা যাবে গেম, গেমারদের স্বর্গ OnePlus Ace 2V

কয়েকদিন আগেই ওয়ানপ্লাস ঘোষণা করেছে যে, তারা শীঘ্রই OnePlus Ace 2V নামে একটি নতুন স্মার্টফোন চীনে লঞ্চ করতে চলেছে। এটি স্ট্যান্ডার্ড OnePlus Ace 2-এর একটি সাশ্রয়ী মূল্যের সংস্করণ। ওয়ানপ্লাস পরে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আসন্ন Ace-সিরিজের হ্যান্ডসেটটির লঞ্চের তারিখও প্রকাশ করেছে। এটি আগামী ৭ মার্চ চীনে দুপুর ২:৩০ টায় (স্থানীয় সময়) লঞ্চ হতে চলেছে৷ সংস্থাটি ইতিমধ্যেই OnePlus Ace 2V-এর প্রি-বুকিং প্রক্রিয়া চালু করেছে। এছাড়াও, তারা বিভিন্ন প্রোমোশনাল টিজারের মাধ্যমে ফোনটির স্পেসিফিকেশন প্রকাশ করাও শুরু করেছে। ব্র্যান্ডের লেটেস্ট পোস্টটি থেকে Ace 2V-এর ব্যাটারি এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে একাধিক তথ্য জানতে পারা গেছে, আসুন এগুলি দেখে নেওয়া যাক।

প্রকাশিত হল OnePlus Ace 2V-এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস তাদের অফিসিয়াল ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) অ্যাকাউন্টের মাধ্যমে একটি পোস্ট করে নিশ্চিত করেছে যে, আসন্ন ওয়ানপ্লাস এস ২ভি-এ ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত থাকবে। অর্থাৎ আধ ঘন্টার আশেপাশে ব্যাটারি ফুল হতে সময় লাগবে। তবে, এই ডিভাইসটি ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে না।

ব্র্যান্ডটি আরও জানিয়েছে যে, ওয়ানপ্লাস এস ২ভি লিগ অফ লেজেন্ডস (League of Legends) মোবাইল গেমিং অ্যাপে ১২০ ফ্রেম প্রতি সেকেন্ড (FPS) হারে এবং গেম ফর পিস (Game for Peace)-এ ৯০ ফ্রেম প্রতি সেকেন্ড হারে গেমিং সাপোর্ট করবে৷ ওয়ানপ্লাসের পোস্ট থেকে থেকে আরও জানা গেছে যে, আসন্ন এস ২ভি-এর পুরুত্ব ৮.১৫ মিলিমিটার এবং ওজন মাত্র ১৯১.৫ গ্রাম হবে৷

এছাড়াও, কোম্পানি আসন্ন এস-লাইনআপের স্মার্টফোনটিতে একটি আইআর (IR) ব্লাস্টার এবং ফুল-ফাংশন এনএফসি (NFC)-এর অস্তিত্ব নিশ্চিত করেছে। এর আগে ওয়ানপ্লাস জানিয়েছিল যে, এস ২ভি মডেলটি ৫ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত হবে। আবার, ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট পিট লাও প্রকাশ করেছেন যে, এটি ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

জানা যাচ্ছে, OnePlus Ace 2V-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৪ ইঞ্চির ফ্লেক্সিবল ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। ডিসপ্লেটি ২,৭৭২ × ১২৪০ পিক্সেলের ১.৫কে (1.5K) রেজোলিউশন এবং ১,৪০০ নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। কোম্পানির দাবি, ফোনটি উচ্চ ফ্রিকোয়েন্সির পিডাব্লিউএম ডিমিং সাপোর্ট করবে।

OnePlus Ace 2V-এর ১.৫কে (1.5K) রেজোলিউশন যুক্ত ডিসপ্লেটি একটি রেগুলার ২কে (2K) ডিসপ্লের চেয়ে ২৪.৪% কম শক্তি খরচ করবে। ডিসপ্লের ওপরে কেন্দ্রীভূত পাঞ্চ-হোলের ভিতরে সেলফি ক্যামেরা অবস্থান করবে এবং স্ক্রিনটি এইচডিআর১০+ সাপোর্ট করবে।

এছাড়া, OnePlus Ace 2V-তে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে৷

আর সেলফির জন্য, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল সনি আইএমএক্স৪৭১ সেন্সর দেখা যাবে। বেঞ্চমার্কিং সাইট, আনটুটু (AnTuTu)-এর তালিকাটি প্রকাশ করেছে যে, আসন্ন ওয়ানপ্লাস ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) ইউজার ইন্টারফেসে চলবে। ওয়ানপ্লাস এই ফোনে অডিওর জন্য একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও অন্তর্ভুক্ত করবে।

উল্লেখ্য, ওয়ানপ্লাস বিশেষত মোবাইল গেমারদের উদ্দেশ্য করে OnePlus Ace 2V স্মার্টফোনটি বাজারে আনার পরিকল্পনা করছে বলে অনুমান। আবার এক মহলের দাবি, এই স্মার্টফোনটি বিশ্ববাজারে OnePlus Nord 3 নামে লঞ্চ হতে পারে।

Ananya Sarkar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

3 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

3 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

4 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

6 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

6 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

6 hours ago