অর্ধেকের চেয়েও কম দামে iPhone 12 mini কেনার সুযোগ দিচ্ছে Flipkart! কীভাবে কিনবেন জেনে নিন

আধখাওয়া আপেলের ব্র্যান্ডিংযুক্ত স্মার্টফোন অর্থাৎ আইফোন কেনার ইচ্ছে কমবেশি আমাদের সবারই থাকে। কিন্তু সাধ থাকলেও অনেক সময়ই সাধ্যে কুলিয়ে ওঠে না। সেক্ষেত্রে এই মুহূর্তে আপনার যদি অত্যন্ত সস্তায় একটি নতুন আইফোন নেওয়ার পরিকল্পনা থাকে, তবে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। যদিও এখন কোনো বিশেষ ফেস্টিভ সেল চলছে না, কিন্তু তবুও আপনি চাইলে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart (ফ্লিপকার্ট) থেকে অর্ধেকের চেয়েও কম দামে একটি ঝকঝকে নতুন iPhone 12 Mini (আইফোন ১২ মিনি) কিনতে পারবেন। কী অফারে এবং কত দামে মিলবে এই দুর্দান্ত আইফোন? আসুন জেনে নেওয়া যাক।

সকল অ্যাপল (Apple) প্রেমীদেরকে জানিয়ে রাখি যে, বর্তমানে আইফোন ১২ মিনি ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে ২৭,০০০ টাকারও কম দামে কেনা যাবে। এই আকর্ষণীয় ডিসকাউন্ট ছাড়াও স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে ই-কমার্স ওয়েবসাইটটি ফ্রিবিজের (Freebies) পাশাপাশি ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবিধাও দিচ্ছে। এই যাবতীয় দুর্দান্ত অফারের সুবাদে বর্তমানে ফ্লিপকার্ট থেকে ৫৯,৯০০ টাকা দামের আইফোন ১২ মিনি মাত্র ২৬,৪৯৯ টাকায় পকেটস্থ করতে পারবেন ক্রেতারা। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে, ঠিক কীভাবে অর্ধেকের চাইতেও কম এই দামে আইফোনটিকে ঘরে আনা যাবে? আসুন, সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

iPhone 12 mini-এর দাম

আগেই বলেছি এমনিতে অ্যাপল আইফোন ১২ মিনি-এর কালো রঙের ৬৪ জিবি স্টোরেজ মডেলটির দাম ৫৯,৯০০ টাকা। কিন্তু বর্তমানে ফ্লিপকার্ট এই ডিভাইসটি কেনার ক্ষেত্রে ৩১% অগ্রিম ছাড় দিচ্ছে, যার সুবাদে ক্রেতারা ১৮,৬০১ টাকার ডিসকাউন্টে, অর্থাৎ ৪১,২৯৯ টাকায় এই ফোনটি কেনার সুযোগ পাবেন। কিন্তু এখানেই শেষ নয়! ফ্লিপকার্ট কর্তৃক প্রদত্ত আরও একাধিক অফারের সাহায্যে ক্রেতারা এই আইফোনের দাম আরও কমাতে পারেন। কীভাবে? চলুন জেনে নিই।

ফ্লিপকার্টে iPhone 12 mini-এর এক্সচেঞ্জ অফার

এক্সচেঞ্জ অফারের মাধ্যমে আইফোন ১২ মিনি কিনলে ফ্লিপকার্টে সর্বোচ্চ ১৪,৮০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এর ফলে আইফোনটির দাম কমে হবে ২৬,৪৯৯ টাকা। সেক্ষেত্রে আপনাকে আপনার পিন কোডটি এন্টার করে আপনার লোকেশনে এক্সচেঞ্জ অফারটি উপলব্ধ কি না, তা চেক করতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, আপনি যে ফোনটি এক্সচেঞ্জ করছেন, সেটির বর্তমান অবস্থা তথা গুণমানের ওপর নির্ভর করবে যে আপনি কত টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাবেন।

iPhone 12 mini কেনার ক্ষেত্রে উপলব্ধ ফ্লিপকার্টের ব্যাংক অফারসমূহ

ই-কমার্স ওয়েবসাইটটি আইফোন ১২ মিনিতে বেশ কয়েকটি ব্যাংক অফার দিচ্ছে। নীচে সেগুলির তালিকা দেওয়া হল:

১. ইউপিআই ট্রানজ্যাকশনে ১০ শতাংশ পর্যন্ত (সর্বোচ্চ ১,০০০ টাকা) ছাড় পাওয়া যাবে।

২. স্লাইস ভিসা ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ ছাড় (৫,০০০ টাকা বা তার বেশি কেনাকাটার ক্ষেত্রে ১,০০০ টাকা পর্যন্ত) মিলবে।

৩. ইয়েস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে রয়েছে ১০ শতাংশ ছাড়ের (৫,০০০ টাকা বা তার বেশি মূল্যের অর্ডারে ১,০০০ টাকা পর্যন্ত) সুযোগ।

৪. ৫,০০০ টাকার বেশি কেনাকাটায় আইডিএফসি ক্রেডিট কার্ডে ১০ শতাংশ ছাড় (১,০০০ টাকা পর্যন্ত) পাওয়া যাবে।

৫. ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে মিলবে ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক।

৬. এই আইফোনটি কেনার ক্ষেত্রে যে ফ্রিবিজগুলি অফার করা হয়েছে, তার মধ্যে রয়েছে Discovery+ সাবস্ক্রিপশনে ২৫ শতাংশ ছাড় এবং বিনামূল্যে Hotstar মোবাইল সাবস্ক্রিপশন।

তবে মনে রাখবেন, এই অফারগুলি প্রয়োগ করার আগে ওয়েবসাইটে উল্লিখিত শর্তাবলী চেক করে নেওয়া একান্ত আবশ্যক।