OnePlus ace 3v Worlds first Snapdragon 7 plus Gen 3 phone is officially on sale

বিশ্বের প্রথম Snapdragon 7+ Gen 3 প্রসেসর চালিত ফোনের সেল শুরু, দাম সাধ্যের মধ্যে

OnePlus কিছুদিন আগে চীনে Ace 3V লঞ্চ করেছিল। এটি বিশ্বের প্রথম Snapdragon 7+ Gen 3 প্রসেসরের ফোন। আজ থেকে এর সেল শুরু হয়েছে। ডিভাইসটির দাম শুরু হয়েছে প্রায় 23,000 টাকা থেকে। এটি আপাতত এই প্রসেসরের সবচেয়ে সস্তা স্মার্টফোন। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

OnePlus Ace 3V-এর দাম

OnePlus Ace 3V তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর মধ্যে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1,999 ইউয়ান (প্রায় 23,180 টাকা)। আর এর 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে 2,299 ইউয়ান (প্রায় 26,645 টাকা) এবং 2,599 ইউয়ান (প্রায় 33,600 টাকা)।

OnePlus Ace 3V-এর স্পেসিফিকেশন

OnePlus Ace 3V ফোনে আছে পাঞ্চ হোল ডিজাইন সহ 6.7 ইঞ্চি ওলেড ডিসপ্লে। এর স্ক্রিনের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। আর এই ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট ও 2150 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 3 প্রসেসর ও 16 জিবি পর্যন্ত র‌্যাম দেওয়া হয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,500 এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফির জন্য OnePlus Ace 3V মডেলে পাওয়া যাবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ডিভাইসে রেন টাচ টেকনোলজি উপলব্ধ, যা ভিজে হাতে ফোন চালাতে সাহায্য করবে।