OnePlus ও Redmi-র মধ্যে টক্কর, বাজার দখলে শীঘ্রই সেরা ফোন আনবে দুই ব্র্যান্ড

রেডমি চীনে নভেম্বরে Redmi K80 সিরিজের স্মার্টফোন উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। লাইনআপে অন্তত দুটি মডেল অন্তর্ভুক্ত থাকবে। এগুলি হল Qualcomm Snapdragon 8 Gen…

Oneplus Ace 5 Ace 5 Pro To Rival Redmi K80 K80 Pro November Launch Expected

রেডমি চীনে নভেম্বরে Redmi K80 সিরিজের স্মার্টফোন উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। লাইনআপে অন্তত দুটি মডেল অন্তর্ভুক্ত থাকবে। এগুলি হল Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত Redmi K80 এবং Qualcomm Snapdragon 8 Gen 4 যুক্ত Redmi K80 Pro। আর এখন এক টিপস্টার দাবি করেছেন যে, Redmi K80 লাইনআপটি OnePlus Ace 5 সিরিজের সাথে প্রতিযোগিতা করবে। অর্থাৎ দুটি লাইনআপই একই সময়ে বাজার আসবে।

OnePlus Ace 5 সিরিজটি নভেম্বরে লঞ্চ হতে পারে

বেশ কয়েকটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে ওয়ানপ্লাস 13 হবে চীনে প্রথম স্ন্যাপড্রাগন 8 জেন 4 প্রসেসর দ্বারা চালিত ফোনগুলির মধ্যে একটি। তাই, সম্ভবত অক্টোবরে ওয়ানপ্লাস 13 এর ওপর থেকে পর্দা সরানো হতে পারে।

আগের রিপোর্টে দাবি করা হয়েছে যে, OnePlus Ace 5 সিরিজ এবছরের চতুর্থ ত্রৈমাসিকে আত্মপ্রকাশ করবে। আর এখন, এক চীনা টিপস্টার দাবি করেছেন যে Redmi K80 লাইনআপের সাথে লড়াই করার জন্য ওয়ানপ্লাস এস 5 লাইনআপ নভেম্বরে লঞ্চ করা হবে।

রিপোর্টে আরও বলা হয়েছে যে OnePlus Ace 5 সিরিজে ব্যবহৃত দুটি চিপ Redmi K80 সিরিজের মতোই হবে। এটি নির্দেশ দেয় যে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটটি OnePlus Ace 5 হ্যান্ডসেটে ব্যবহার করা হতে পারে এবং Qualcomm Snapdragon 8 Gen 4 প্রসেসরটি OnePlus Ace 5 Pro হ্যান্ডসেটে থাকতে পারে। টিপস্টার যোগ করেছেন যে, স্ট্যান্ডার্ড মডেলটিতে একটি সিরামিক বিল্ড থাকবে, যেখানে প্রো ভ্যারিয়েন্টে 2কে রেজোলিউশনের স্ক্রিন থাকবে।

অন্যান্য রিপোর্ট অনুযায়ী, Redmi K80 Pro চীনা বাজারে এক্সক্লুসিভ থাকতে পারে। OnePlus Ace 3 Pro এবং OnePlus Ace 2 Pro হোম মার্কেটে সীমাবদ্ধ থাকবে বিবেচনা করে, সম্ভবত OnePlus Ace 5 Pro চীনের বাইরে লঞ্চ নাও হতে পারে।

এছাড়াও জল্পনা শোনা যাচ্ছে যে, Redmi K80 আগামী বছর বিশ্ব বাজারে Poco F7 Pro হিসাবে রিব্র্যান্ড করা হবে। অন্যদিকে, গ্লোবাল মার্কেটে Ace 5 ফোনের নাম পরিবর্তন করে OnePlus 13R রাখা হতে পারে। OnePlus 13R আগামী বছর জানুয়ারি মাসে OnePlus 13 হ্যান্ডসেটের সাথে বাজারে আসতে পারে।