OnePlus Ace ট্রিপল রিয়ার ক্যামেরা ও 150W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হল, 17 মিনিটে হবে ফুল চার্জ

OnePlus Ace প্রত্যাশা মতোই আজ অর্থাৎ ২১ এপ্রিল লঞ্চ চীনে লঞ্চ হল। ফোনটি ২৮ এপ্রিল ভারতে OnePlus 10R নামে আসবে বলে জল্পনা রয়েছে। যাইহোক, নতুন এই ফোনের দাম শুরু হয়েছে প্রায় ৩০,০০০ টাকা থেকে। OnePlus Ace ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর ও ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আবার এই ফোনে আছে ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও অ্যান্ডয়েড ১২ অপারেটিং সিস্টেম সহ এসেছে। আসুন OnePlus Ace ফোনের দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

OnePlus Ace এর দাম, লভ্যতা

ওয়ানপ্লাস এসি ফোনের দাম শুরু হয়েছে ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৬০০ টাকা) থেকে। এই মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এছাড়া ফোনটি ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩১,৯০০ টাকা), ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৪০০ টাকা) ও ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪১,৪০০ টাকা)।

OnePlus Ace দুটি কালারে এসেছে – ব্ল্যাক ও ব্লু (কালার শিফট শেড)। ফোনটির প্রথম সেল শুরু হবে ২৬ এপ্রিল থেকে। আগামী ২৮ এপ্রিল ভারতে এই ফোনটি OnePlus 10R নামে লঞ্চ হবে।

OnePlus Ace এর স্পেসিফিকেশন, ফিচার

ডুয়েল সিমের ওয়ানপ্লাস এস ফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ (১০৮০ x ২৪১২ পিক্সেল) অ্যামোলেড স্ক্রিন আছে, যা ১০০০ নিটস পিক ব্রাইটনেস, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ২০:৯ এসপেক্ট রেশিও অফার করে। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লেতে এইচডিআর১০ প্লাস সাপোর্ট করবে। আর ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে ২.৫ডি কার্ভড কর্নিং গরিলা গ্লাস ৫।

ওয়ানপ্লাস এস ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স চিপসেট। ফোনটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। এছাড়া এতে একটি নিজস্ব গ্রাফিক্স চিপ দেওয়া হয়েছে বলে কোম্পানি দাবি করেছে। এছাড়া ফোনটি হাইপারবুস্ট গেম ফ্রেম স্টেবিলাইজেশন ইঞ্জিন সহ এসেছে। ওয়ানপ্লাস এস অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ কাস্টম স্কিনে রান করবে।

ফোনটির ব্যাক প্যানেলে উপস্থিত রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি সেন্সর, যার সাথে ওআইএস (OIS), ৪কে (4K) নাইট মোড প্রভৃতি সাপোর্ট করবে। অন্য দুটি ক্যামেরা হল‌ ৮ মেগাপিক্সেলের Sony IMX355 আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের Samsung ISOCELL S5K3P9SP ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Ace ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এই প্রযুক্তি ১৭ মিনিটে ফোনের ব্যাটারি কে ০-১০০ শতাংশ চার্জ করে দেবে। নিরাপত্তার জন্য এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

OnePlus Ace ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.২, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনের ওজন ১৮৬ গ্রাম।

Julai Mondal

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

13 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

22 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

51 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago