১৬ জিবি র‌্যামের সাথে OnePlus লঞ্চ করল নতুন ফ্ল্যাগশিপ ফোন, রয়েছে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট

কিছুদিন আগেই জানা গিয়েছিল যে, প্রখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস তাদের Ace Pro হ্যান্ডসেটটির একটি বিশেষ সংস্করণ বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এবার OnePlus Ace Pro Genshin Impact Edition স্মার্টফোনটি হোম মার্কেট চীনে লঞ্চ হয়েছে। প্রসঙ্গত, জেনশিন ইমপ্যাক্ট একটি ওপেন-ওয়ার্ল্ড অ্যাকশন রোল প্লেয়িং গেম, যা তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়। এই ফোনটি রেগুলার OnePlus Ace Pro-এর একটি লিমিটেড এডিশন সংস্করণ যা আগস্টে আত্মপ্রকাশ করেছিল। আবার OnePlus Ace Pro হল বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করা OnePlus 10T-এর একটি রিব্র্যান্ডেড ভ্যারিয়েন্ট। চলুন OnePlus Ace Pro Genshin Impact Edition-এর মূল্য, ডিজাইন এবং সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ওয়ানপ্লাস এস জেনশিন ইমপ্যাক্ট এডিশন-এর মূল্য OnePlus Ace Pro Genshin Impact Edition Price

চীনের বাজারে ওয়ানপ্লাস এস জেনশিন ইমপ্যাক্ট এডিশন-এর একমাত্র ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,২৯৯ রেনমিনবি (প্রায় ৪৯,০০০ টাকা)। এটি আজ থেকে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে এবং ৩১ অক্টোবর থেকে এর সেল শুরু হবে। ওয়ানপ্লাস একটি ইউয়াশেন লিমিটেড এডিশন ১৮ ওয়াট ফ্রিজিং পয়েন্ট ফোন কুলারও লঞ্চ করেছে, যার দাম ২১৯ রেনমিনবি (প্রায় ২,৫০০ টাকা)। তবে, এটি ১৯৯ রেনমিনবি (প্রায় ২,২৭০ টাকা) মূল্যে সীমিত সময়ের জন্য উপলব্ধ।

ওয়ানপ্লাস এস জেনশিন ইমপ্যাক্ট এডিশন-এর ডিজাইন OnePlus Ace Pro Genshin Impact Edition Design

ওয়ানপ্লাস এস জেনশিন ইমপ্যাক্ট এডিশনটি তৃতীয় প্রজন্মের সিল্ক গ্লাস প্রযুক্তি এবং একটি ইন্টিগ্রেটেড ডিজাইন গ্রহণ করে, যা ২৫ দিন এবং ১৩০টি প্রক্রিয়ায় পর নির্মিত বলে দাবি করা হয়। রিয়ার প্যানেলে একটি ফ্লেম টেক্সচার রয়েছে যা জেনশিন ইমপ্যাক্ট গেমের ওয়ালনাটের প্রতীক। লাইট এবং শ্যাডো এফেক্ট বিভিন্ন দেখার কোণের সঙ্গে পরিবর্তন করা যায়। একটি ছোট প্রজাপতিও রয়েছে যা ওয়ানপ্লাস লোগোর ওপরে থাকে। এর পাওয়ার বাটনটি লাল রঙের। এলইডি ফ্ল্যাশ ইউনিটে ওয়ালনাটের ‘প্লাম ব্লসন আই’ও রয়েছে। আর, ব্যাক প্যানেলের নীচে ওয়ালনাটের পোর্ট্রেট হেড এমবসিং আছে।

এছাড়া, ওয়ানপ্লাস এস প্রো জেনশিন ইমপ্যাক্ট এডিশনটি ডিজাইনের পরিবর্তনের সাথে সাথে রোল-প্লেয়িং গেমের সামগ্রী সহ একটি কাস্টমাইজড রিটেইল বক্সের সাথে এসেছে। কালেক্টর-গ্রেড লিমিটেড প্যাকেজিংয়ের সাথে একটি কাস্টম গিফ্ট বক্স সহ স্মার্টফোনটি বাজারে এসেছে। বাক্সটিতে একটি টেক্সচার রয়েছে, যা লিউয়ে (Liyue) বন্দরের প্রবেশপথে শহরের প্রাচীরকে প্রতিফলিত করে। স্মার্টফোনটি একটি গিফট বক্সের সাথে এসেছে, যাতে রয়েছে বিভিন্ন গুডি যেমন ওয়ালনাট স্টিকার, ওয়ালনাট পেইন্টিং লিমিটেড পোস্টার, ‘অ্যা লেটার টু ট্রাভেলার্স’ (১,০০০ রাফ স্টোন সহ), একটি সিম ইজেক্টর পিন, বাটারফ্লাই সিট চার্জিং অ্যাডাপ্টার এবং একটি কাস্টমাইজড হিট ডিসিপেশন প্রোটেকটিভ শেল।

ওয়ানপ্লাস এস জেনশিন ইমপ্যাক্ট এডিশন-এর স্পেসিফিকেশন – OnePlus Ace Pro Genshin Impact Edition Specifications

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, ওয়ানপ্লাস এস জেনশিন ইমপ্যাক্ট এডিশনটি রেগুলার ভ্যারিয়েন্টের মতোই। অর্থাৎ, ডিভাইসটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) প্যানেল রয়েছে। স্মার্টফোনটি ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ দ্বারা চালিত।

ফটোগ্রাফির জন্য, OnePlus Ace Pro Genshin Impact Edition-এর ব্যাক প্যানেলে অবস্থিত রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল স্ন্যাপার এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট স্ন্যাপার বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Ace Pro Genshin Impact Edition-এ ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। OnePlus Ace Pro Genshin Impact Edition-টি ওয়ালনাট সফ্টওয়্যার কাস্টমাইজেশনের সাথে এসেছে, যার মধ্যে বুট অ্যানিমেশন, লাইভ ওয়ালপেপার, ফিঙ্গারপ্রিন্ট আনলকিং, চার্জিং অ্যানিমেশন, ইন-বিল্ট অ্যাপ আইকন-এর মতো ফিচারগুলি রয়েছে।