কিনতে পারবেন সৌভাগ্যবানরাই, OnePlus Ace Pro Genshin impact Edition লঞ্চ হচ্ছে ২৪ অক্টোবর

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস তাদের Ace সিরিজের অধীনে OnePlus Ace Pro হ্যান্ডসেটটি গত আগস্ট মাসে হোম মার্কেট চীনে লঞ্চ করেছিল। এটি আসলে বিশ্ব বাজারে উপলব্ধ OnePlus 10T-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ। আর এবার কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে, OnePlus Ace Pro Genshin impact Limited Edition নামে একটি বিশেষ সংস্করণের স্মার্টফোন আগামী ২৪ অক্টোবর চীনের বাজারে লঞ্চ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, জেনশিন ইমপ্যাক্ট (Genshin impact) হল একটি ওপেন-ওয়ার্ল্ড অ্যাকশন রোল প্লেয়িং গেম, যা ২০২০ সালে চালু হয়েছিল এবং বর্তমানে এটি তরুণ প্রজন্মের মধ্যে খুবই জনপ্রিয়। চলুন আসন্ন লঞ্চের আগে OnePlus Ace Pro Genshin impact Limited Edition সম্পর্কে কি কি তথ্য প্রকাশে এল, জেনে নেওয়া যাক।

সীমিত সংস্করণের OnePlus Ace Pro Genshin impact Edition বাজারে আসছে আগামী সপ্তাহেই

ওয়ানপ্লাস সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির মাধ্যমে নিশ্চিত করেছে যে, চীনে আগামী ২৪ অক্টোবর সন্ধ্যা ৭ টায় (স্থানীয় সময়) ওয়ানপ্লাস এস প্রো জেনশিন ইমপ্যাক্ট লিমিটেড এডিশনের লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে। যদিও সংস্থা এখনও, এই সীমিত সংস্করণের বিশেষ হ্যান্ডসেটটি সম্পর্কে কোনও বিবরণ শেয়ার করেনি। তবে, আশা করাই যায় ফোনটিতে অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে জেনশিন ইমপ্যাক্ট গেমের কিছু উপাদান অন্তর্ভুক্ত করা হবে। হ্যান্ডসেটটি একটি বিশেষ রিটেইল প্যাকেজে আসতে পারে এবং এতে গেমের ওপর ভিত্তি করে একটি আকর্ষণীয় থিম থাকতে পারে।

প্রসঙ্গত, বর্তমানে চীনের মার্কেটে ওয়ানপ্লাস এস প্রো তিনটি মেমরি কনফিগারেশনে পাওয়া যায়, এগুলি হল- ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ। এই মডেলগুলির দাম যথাক্রমে ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪০,০০০ টাকা), ৩,৭৯৯ ইউয়ান (প্রায় ৪৩,৩৫০ টাকা), এবং ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৪৯,১০০ টাকা)। হ্যান্ডসেটটি গ্রীন এবং ব্ল্যাক-এই দুই কালার অপশনে উপলব্ধ।

ওয়ানপ্লাস এস প্রো-এর স্পেসিফিকেশন – OnePlus Ace Pro Specifications

OnePlus Ace Pro-তে ৬.৭ ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সাপোর্ট করে। এছাড়া, স্ক্রিনটি একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষাও অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত, যা সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ অফার করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) ইউজার ইন্টারফেসে চলে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, OnePlus Ace Pro-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিট বর্তমান। সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সবশেষে, পাওয়ায় ব্যাকআপের জন্য, OnePlus Ace Pro ৪,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।