লম্বা ব্যাটারি লাইফ সহ লঞ্চ হল OnePlus Buds N এবং OnePlus Cloud Ear Z2 ইয়ারফোন

চীনে সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus Buds N ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাড এবং OnePlus Cloud Ear Z2 নেকব্যান্ড স্টাইল ইয়ারফোন। ১২.৪ এমএম ড্রাইভারের সাথে আসা ডলবি অ্যাটমস সমর্থনকারী ওয়ানপ্লাস বাডস এন ইয়ারফোনটি একবার চার্জে ৩০ ঘন্টা প্লেব্যাক টাইম অফার করবে বলে দাবি করেছে সংস্থাটি। এছাড়া জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে এতে আছে IP55 রেটিং। অন্যদিকে, একই ধরনের ড্রাইভার এবং ব্যাটারি ব্যাকআপের সাথে আসলেও ওয়ানপ্লাস ক্লাউড ইয়ার জেড ২ ইয়ারফোনটিতে রয়েছে এআই কল নয়েজ রিডাকশন ফিচার। উল্লেখ্য, এই দুটি ব্লুটুথ অডিও ডিভাইস সংস্থার OnePlus Ace স্মার্টফোনের সাথে লঞ্চ হয়েছে। আসুন OnePlus Buds N এবং OnePlus Cloud Ear Z2 ইয়ারফোনে দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

OnePlus Buds N এবং OnePlus Cloud Ear Z2 ইয়ারফোনের দাম ও লভ্যতা

দেশীয় বাজারে ওয়ানপ্লাস বাডস এন এবং ওয়ানপ্লাস ক্লাউড ইয়ার জেড ২ ইয়ারফোনদুটির দাম ধার্য করা হয়েছে ১৯৯ ইউয়ান (প্রায় ২,৩৫০ টাকা )। এরমধ্যে ওয়ানপ্লাস বাডস এন ওয়্যারলেস ইয়ারফোনটি বর্তমানে ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে এবং ওয়ানপ্লাস ক্লাউড ইয়ার জেড ২ ইয়ারফোনটি ব্ল্যাক এবং ব্লু কালার অপশনে প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ। তবে উভয় ইয়ারফোনের শিপিং শুরু হবে আগামী ২৬ এপ্রিল থেকে। ।

OnePlus Buds N এবং OnePlus Cloud Ear Z2 ইয়ারফোনের স্পেসিফিকেশন

নবাগত ওয়ানপ্লাস বাডস এন ট্রু ওয়্যারলেস ইয়ারফোন ১২.৪ এমএম মুভিং কয়েল ইউনিট সহ টাইটেনিয়াম প্লেটেড কম্পোজিট ডায়াফ্রাম এবং ডাম্পিং ইন্ডিপেন্ডেন্ট ডিজাইনের সাথে এসেছে। এতে ব্যবহৃত হয়েছে ডিরাক অডিও টিউনার টেকনোলজি (Dirac Audio Tuner technology )। এছাড়া এতে ডলবি অ্যাটমস সমর্থন করবে। এমনকি অ্যাপের মাধ্যমে ইয়ারফোনটির ইকুলাইজার পরিবর্তন করা সম্ভব।

অন্যদিকে নয়া ইয়ারফোনটিতে রয়েছে বেসিক টাচ কন্ট্রোল, যার মাধ্যমে কল এবং মিউজিক নিয়ন্ত্রণ করা যাবে। তাছাড়া এটি ৯৪ এমএস ল্যাটেন্সি সহ এটি ব্লুটুথ ৫.২ ভার্সনের কানেক্টিভিটি অফার করবে। এর ডুয়াল মাইক্রোফোনের মাধ্যমে ইউজাররা এআই নয়েজ কল রিডাকশন ফিচার ব্যবহার করতে পারবেন।

সংস্থার মতে, একবার চার্জে এটি মোট ৩০ ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। এর প্রত্যেকটি ইয়ারবাড ৭ ঘণ্টা পর্যন্ত রানটাইম দেবে। উপরন্তু টাইপ সি কেবলের মাধ্যমে এর কেসটিকে চার্জ দেওয়া যাবে। সেক্ষেত্রে মাত্র ১০ মিনিটে এটি ৫ ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। সর্বোপরি, জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে OnePlus Buds N ইয়ারফোনটি IP55 রেটিং প্রাপ্ত।

নেকব্যান্ড স্টাইলের ওয়ানপ্লাস ক্লাউড ইয়ার জেড ২ ইয়ারফোনটি নিয়ে আলোচনা করার শুরুতেই বলে রাখি, এটি ওয়ানপ্লাস বাডস এন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের মতই টেকনোলজি যুক্ত। এতেও রয়েছে ১২.৪ এমএম মুভিং কোয়েল ইউনিটসহ টাইটেনিয়াম প্লেটেড ডোম, পিক পিউরি কম্পোজিট (PEEK+PU composite) কোটিং, সুপার সাউন্ড চেম্বার এবং অপটিমাইজেশন আলগরিদম। এমনকি এতেও ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.০ ভার্সন। যদিও এটি সিঙ্গেল মাইক্রোফোনের মাধ্যমে এআই কল নয়েজ রিডাকশন সমর্থন করবে।

এবার আসা যাক OnePlus Cloud Ear Z2 ইয়ারফোনটির ব্যাটারি প্রসঙ্গে। ওয়ানপ্লাস বাডস এন ইয়ারফোনের মত এটিও একবার চার্জে ৩০ ঘন্টা প্লেব্যাক টাইম অফার করবে। তদুপরি, মিউজিক এবং কল নিয়ন্ত্রণ করার জন্য এতে রয়েছে মাল্টিফাংশন বাটন।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

12 mins ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

19 mins ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

53 mins ago

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

2 hours ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

3 hours ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

3 hours ago