OnePlus Fold এবং Nord 3 লঞ্চ হতে আর বেশি দেরি নেই, সময় জানিয়ে দিল সংস্থা

ওয়ানপ্লাস (OnePlus) যে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, তা আর গোপন নেই। এটি সম্ভবত OnePlus Fold নামে আত্মপ্রকাশ করবে। পাশাপশি কোম্পানি তাদের জনপ্রিয় Nord সিরিজে অধীনে একটি মিড রেঞ্জ মডেল বাজারে আনার পরিকল্পনা করছে, যার নাম OnePlus Nord 3। আর এখন, এক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে এই দুই ওয়ানপ্লাস হ্যান্ডসেট খুব শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

OnePlus Fold & Nord 3 লঞ্চ হতে পারে মাস দুয়েকের মধ্যেই

টিপস্টার অভিষেক যাদবের টুইটারে ওয়ানপ্লাস ফোল্ড এবং ওয়ানপ্লাস নর্ড ৩-এর লঞ্চের টাইমলাইন প্রকাশ করেছেন। টুইটে তিনি অফিসিয়াল ‘ওয়ানপ্লাস রোড ট্রিপ ফিউচারবাউন্ড’ প্রোমোশনাল ইভেন্টের একটি পোস্টার শেয়ার করেছেন। এই পোস্টারে ট্যাগলাইন হিসাবে “রি-এমবার্ক টু বেস্ট অফ ওয়ানপ্লাস” কথাটি ব্যবহার করা হয়েছে। এছাড়াও পোস্টারটি “১৬ জুন-১৯ আগস্ট” – এই টাইমলাইনটিও শেয়ার করেছে।

তাই, টিপস্টার অনুমান করছেন যে ওয়ানপ্লাস নর্ড ৩ হয় ১৬ জুন বা এই তারিখের পরে লঞ্চ হবে, আর ওয়ানপ্লাস ফোল্ড মডেলটি আগামী ১৯ আগস্ট বা তার কিছু আগেই বাজারে আসবে। এখনও পর্যন্ত যা যা রিপোর্ট সামনে এসেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, ওয়ানপ্লাস ফোল্ড সম্ভবত ৮ ইঞ্চি কিউএইচডি+ ফোল্ডেবল ওলেড (OLED) প্রাইমারি ডিসপ্লে এবং ৬.৫ ইঞ্চির ফুলএইচডি+ ওলেড সেকেন্ডারি প্যানেল সহ আসবে।

ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। অন্যদিকে, নর্ড ৩ হল একটি মিড রেঞ্জের স্মার্টফোন, যা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর এবং ৬.৭৩ ইঞ্চির ১.৫কে (1.5K) অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে। জানিয়ে রাখি, ‘OnePlus Road Trip Futurebound’ হল কোম্পানির লেটেস্ট প্রোমোশনাল ক্যাম্পেইন যা একটি রোড ট্রিপ দিয়ে শুরু হবে। এই অন রোড প্রচারমূলক ইভেন্টে কোম্পানি অসমের গুয়াহাটির রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটিতে পৌঁছবে এবং এই রোড ট্রিপের সময় আসন্ন মিড রেঞ্জ Nord 3 ফোনটি উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।