মার্কেটে ফোল্ডেবল ফোনে আনছে OnePlus, প্রথম মডেল হাতে পাবেন 2023 সালেই

ওয়ানপ্লাস (OnePlus) সম্প্রতি তাদের "ক্লাউড ১১" ইভেন্টে OnePlus 11 5G, OnePlus 11R স্মার্টফোনগুলির মতো বেশ কয়েকটি বহু...
Ananya Sarkar 9 Feb 2023 11:33 AM IST

ওয়ানপ্লাস (OnePlus) সম্প্রতি তাদের "ক্লাউড ১১" ইভেন্টে OnePlus 11 5G, OnePlus 11R স্মার্টফোনগুলির মতো বেশ কয়েকটি বহু প্রতীক্ষিত ফোন লঞ্চ করেছে। শুধু তাই নয়, এই ইভেন্টের সময় ওয়ানপ্লাস কিছু আকর্ষণীয় আপকামিং ডিভাইসের জন্য তাদের পরিকল্পনাও প্রকাশ করেছে। আসুন এসম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

OnePlus Fold বাজারে আসছে চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে

যদিও, ওয়ানপ্লাস ১১ ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি নিঃসন্দেহে গতকালের (৭ ফেব্রুয়ারি) সম্মেলনের হাইলাইট ছিল, তবে ওয়ানপ্লাস তাদের মোবাইল ডিভাইসের একটি নতুন সিরিজের লঞ্চের টাইমলাইনও প্রকাশ করেছে। কোম্পানি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, তারা একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোনের ওপর কাজ করছে এবং তারা চলতি বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে। ওয়ানপ্লাসও এবার হুয়াওয়ে (Huawei), শাওমি (Xiaomi), ওপ্পো (Oppo),স্যামসাং (Samsung)-এর মতো ফোল্ডেবল স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিগুলির তালিকায় স্থান করে নিতে চলেছে।

ওয়ানপ্লাস এবছরের তৃতীয় ত্রৈমাসিকের কাছাকাছি নতুন ফোল্ডেবল ফোন প্রকাশ করার পরিকল্পনা করছে। তাই আশা করা যায় যে, জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে এই ডিভাইসটি উন্মোচন করবে। তবে, কোম্পানিটি এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ ব্যতীত বেশি কিছু জানায়নি। সুতরাং, এই আসন্ন হাই-এন্ড স্মার্টফোন সম্পর্কিত বিবরণগুলি আপাতত অজানাই রয়েছে।

ইতিমধ্যেই ইঙ্গিত করা হয়েছে যে, ফোল্ডেবল ফোনটিকে OnePlus Fold নামে ডাকা হতে পারে। এছাড়াও, প্রাথমিক ভাবে উল্লেখ করা হয়েছে এটি Oppo Find N এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। যদিও এখন মনে হচ্ছে যে, কোম্পানি আসলে এই ডিভাইসটি গ্রাউন্ড আপ থেকে ডেভেলপ করছে, কিন্তু আশা করা যায় ওপ্পো ফোল্ডেবল ফোনগুলি এই স্মার্টফোনে কিছুটা প্রভাব ফেলবে।

Show Full Article
Next Story