ফিচার্সে ভর্তি নতুন FZ-X Chrome এডিশন আনল Yamaha, দাঁড়িয়ে দেখার মতো লুক

ফেব্রুয়ারির শুরুতেই ইয়ামাহার (Yamaha) জোড়া চমক। ভারত মোবিলিটি এক্সপো ইভেন্টে Nmax 155 ম্যাক্সি স্কুটারের পাশাপাশি FZ-X নিও-রেট্রো মোটরসাইকেলের নতুন ভার্সন উন্মোচন করেছে জাপানি সংস্থাটি। দু’টি নজরকাড়া কালার অপশনে এসেছে ইয়ামাহার স্ট্রিট বাইকটি। জানিয়ে রাখি, বর্তমানে বাইকটির স্ট্যান্ডার্ড তিনটি কালার স্কিম কিনতে ১,৩৭,০৮৭ টাকা থেকে ১,৩৮,০৮৯ টাকার (এক্স-শোরুম) মধ্যে খরচ হয়।

Yamaha FZ-X আত্মপ্রকাশ করল নতুন ভার্সনে

2024 Yamaha FZ-X আপডেট হিসেবে ফুল ক্রোম এবং ব্ল্যাক পেইন্ট স্কিমে সামনে আনা হয়েছে। ভারত মোবিলিটি এক্সপো-র মঞ্চে মোটরসাইকেলটি উন্মোচিত করেছে সংস্থা। এই দুই নতুন ভার্সন শীঘ্রই লঞ্চ করবে। আগামী কয়েক দিনের মধ্যেই ইয়ামাহার সমস্ত শোরুম থেকে বুকিং শুরু হতে চলেছে বলে আশা করা যায়।

Yamaha FZ-X এর নতুন সংস্করণে রয়েছে আগের মতই ১৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা FZ-S এও উপস্থিত। এটি থেকে ৭,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১২.২ বিএইচপি ক্ষমতা এবং ৫,৫০০ আরপিএম গতিতে ১৩.৬ এনএম টর্ক উৎপন্ন হয়। সঙ্গে মিলবে ফাইভ স্পিড গিয়ারবক্স।

নতুন FZ-X এর উল্লেখযোগ্য ফিচার্চের মধ্যে রয়েছে ফুল এলইডি হেড ল্যাম্প, টেল ল্যাম্প, এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যেখানে ফুয়েল কনজাম্পশন চেক, ব্যাটারি ও অয়েল চেঞ্জ রিমাইন্ডার, লাস্ট পার্ক লোকেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ভেসে উঠবে। এমনকি মোটরসাইকেলে কোনরকম গোলযোগ দেখা দিলেও তা জানান দেবে এটি।

অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে Yamaha FZ-X বাইকে আছে ইউএসবি চার্জার, এবিএস এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফাংশন। এই দুই নতুন পেইন্ট স্কিমের দাম এখনও ঘোষণা করেনি ইয়ামাহা। অনুমান করা হচ্ছে, FZ-X এর ক্রোম মডেলটি লাইনআপের মধ্যে সবচেয়ে দামি ভ্যারিয়েন্ট হিসেবে আসবে।