OnePlus Nord 2 লঞ্চ হল ট্রিপল রিয়ার ক্যামেরা ও মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসরের সাথে, জানুন দাম

OnePlus Nord 2 ঘোষণা মতো আজ ভারতে লঞ্চ হল। এটি চলতি বছরে ওয়ানপ্লাস নর্ড সিরিজের তৃতীয় ফোন। ভারতে OnePlus Nord 2 এর প্রাথমিক ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা থেকে শুরু হয়েছে। এই ফোনে আছে Mediatek Dimensity 1200 প্রসেসর। আবার ফোনটি ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এছাড়া OnePlus Nord 2 ফোনে পাওয়া যাবে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। আসুন ফোনটির দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

OnePlus Nord 2 এর দাম ও সেলের তারিখ

ওয়ানপ্লাস নর্ড ২ ফোনের ভারতে ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা। আবার ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৯,৯৯৯ টাকা ও ৩৪,৯৯৯ টাকা। ওয়ানপ্লাস নর্ড ২ তিনটি কালারে এসেছে-  ব্লু হেজ ( Blue Haze), গ্রে সিয়ারা (Grey Sierra), গ্রীন উডস (Green Woods)।

OnePlus Nord 2 ফোনটি ভারতে OnePlus online store, Amazon, Vijay Sales সহ অন্যান্য রিটেল স্টোর থেকে পাওয়া যাবে। ফোনটির ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট আগামী ২৮ জুলাই কেনা যাবে। যদিও অন্য দুটি ভ্যারিয়েন্ট আগস্ট থেকে পাওয়া যাবে।

জানিয়ে রাখি অ্যামাজন প্রাইম মেম্বার ও ওয়ানপ্লাস রেড ক্লাব মেম্বাররা আগামী ২৬ জুলাই OnePlus Nord 2 এর আর্লি অ্যাক্সেস পাবে।

লঞ্চ অফার হিসেবে HDFC ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারীরা ১০ শতাংশ ছাড় পাবেন। আবার পুরোনো ফোন এক্সচেঞ্জ করে অতিরিক্ত ১,০০০ টাকা পাওয়া যাবে। এছাড়া বান্ডিল অফারে তিন মাসের Spotify Premium সাবস্ক্রিপশন মিলবে।

OnePlus Nord 2 এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের ওয়ানপ্লাস নর্ড ২ ফোনে আছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) ফ্লুইড AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ এসপেক্ট ও কর্নি গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ এসেছে। ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ১২০০ প্রসেসর। ওয়ানপ্লাস নর্ড ২ ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR4x) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য OnePlus Nord 2 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যার প্রাইমারি ক্যামেরা হল OIS ( অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর (এফ/১.৮৮ অ্যাপারচার)। এছাড়া অন্য দুটি ক্যামেরা হল এফ/২.২৫ অ্যাপারচার ও EIS (ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন) সাপোর্ট সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। এই ক্যামেরা দিয়ে ৩০ এফপিএস-এ 4K ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়া এই ক্যামেরা স্লো মো ভিডিও রেকর্ডিং, এআই ফটো এনহ্যান্সমেন্ট, পোট্রেট মোড, প্রো মোড প্রভৃতি ফিচার সহ এসেছে।

সেলফি ও ভিডিও কলের জন্য OnePlus Nord 2 ফোনে ৩২ মেগাপিক্সেল Sony IMX615 সেন্সর পাওয়া যাবে। এই ক্যামেরার অ্যাপারচার এফ/২.৪৫। এই ক্যামেরায় EIS (ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন) সাপোর্ট রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৬৫ ওয়াট Wrap চার্জ সাপোর্ট করবে। এই প্রযুক্তি ফোনকে ৩০ মিনিটে ০-১০০ শতাংশ চার্জ করে দেবে। OnePlus Nord 2 ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড অক্সিজেনওএস ১১.৩ কাস্টম ওএস-এ চলবে। এই কাস্টম স্ক্রিন কালারওএস ১১.৩ এর ওপর ভিত্তি করে নির্মিত। ফোনটি ডুয়েল স্টিরিও স্পিকার সহ এসেছে।

কানেক্টিভিটি অপশনের মধ্যে OnePlus Nord 2 ফোনে রয়েছে 5G, 4G, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, এনএফসি ও ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটির ওজন ১৮৯ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Julai Mondal

Share
Published by
Julai Mondal

Recent Posts

তিনবার ভাঁজ হবে ফোন! ট্রিপল ফোল্ড স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে Xiaomi

একাধিক শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনার জন্য কাজ করছে। TCL এবং Huawei এর…

19 mins ago

Shikhar Dhawan: আইপিএল থেকেও অবসর নিয়ে এবার এই লিগে খেলবেন ধাওয়ান, টুর্নামেন্ট শুরু হবে সেপ্টেম্বরে

গত শনিবার ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার…

59 mins ago

পুজোর আগে 22,000 টাকা ডিসকাউন্ট এই বৈদ্যুতিক স্কুটারে, এক চার্জে 110 কিমি রেঞ্জ

DION Electric Vehicles ভারতীয় ক্রেতাদের জন্য দু'টি অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হল। সংস্থাটির তরফে…

2 hours ago

বাজারে সুপারহিট Bajaj কোম্পানির CNG বাইক, প্রথম মাসে কটা বিক্রি হল জানেন?

Bajaj Auto গত মাসে বিশ্বের প্রথম সিএনজি বাইক লঞ্চ করেছে, যার নাম Freedom 125 ।…

2 hours ago

Realme Note 60: নোট সিরিজে নতুন ফোন লঞ্চ করল রিয়েলমি, অল্প দামে দুর্দান্ত ফিচার্স

Realme Note 60 ফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই ইন্দোনেশিয়ার বাজারে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে, যা এর…

2 hours ago

হেলমেট না পরে গাড়ি চালানোর অপরাধে সাংবাদিককে জরিমানা করল পুলিশ

হেলমেট না পরে গাড়ি চালানোর অপরাধে জরিমানার সম্মুখীন হলেন পেশায় সাংবাদিক এক ব্যক্তি। শুনলে অবাক…

2 hours ago