Categories: Mobiles

OnePlus এর ইতিহাসে প্রথমবার, 16 জিবি র‌্যাম সহ আসছে OnePlus Nord 3

OnePlus খুব শীঘ্রই OnePlus Nord 3 নামের একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করতে চলেছে। আলোচ্য স্মার্টফোনকে ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইটে উপস্থিত হতে দেখা গেছে। পাশাপাশি ডিভাইসটিকে কেন্দ্র করে একাধিক তথ্য ফাঁসের ঘটনাও ঘটেছে। এছাড়া এই আসন্ন ফোনের কয়েকটি ছবিও সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়ে। আর এখন, OnePlus Nord 3 -কে বেঞ্চমার্কিং সাইট Geekbench -এর ডেটাবেসে তালিকাভুক্ত করা হল। এখান থেকে ফোনটির প্রসেসর সহ বিভিন্ন স্পেসিফিকেশন উঠে এসেছে।

বেঞ্চমার্কিং সাইট Geekbench-এ দেখা গেল OnePlus Nord 3 স্মার্টফোনকে

বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চের লিস্টিং অনুসারে, আপকামিং ওয়ানপ্লাস নর্ড ৩ স্মার্টফোনের মডেল নম্বর CPH2493। এই মডেল নম্বর ডিভাইসটির ইউরোপীয় ভ্যারিয়েন্টের জন্য বরাদ্দ থাকছে। লিস্টিংয়ে আরো উল্লেখ আছে যে, এতে k6983v1_64 কোডনাম সহ একটি মাদারবোর্ড এবং ১.৮০ গিগাহার্টজ রেটের ৪টি কোর, ২.৮৫ গিগাহার্টজ রেটের ৩টি কোর ও ৩.০৫ গিগাহার্টজ ক্লক রেটের ১টি প্রাথমিক কোর যুক্ত চিপসেট ব্যবহার করা হয়েছে। কনফিগারেশন দেখে আমাদের অনুমান, প্রসেসরটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ হতে পারে।

এদিকে বেঞ্চমার্কিং সাইটটির ডেটাবেস আরো নিশ্চিত করেছে যে, ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনটি ১৬ জিবি র‌্যাম সহ আসবে। ফলে আলোচ্য মডেলটি নর্ড-সিরিজের প্রথম স্মার্টফোন হবে যা এতটা বেশি র‌্যাম ক্যাপাসিটি অফার করবে। আর আসন্ন এই হ্যান্ডসেটটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ডিভাইসটি ১.২৫৩ পয়েন্ট স্কোর করেছে। আর মাল্টি-কোর টেস্টের ফলাফল হল ৩,১৮০ পয়েন্ট।

পূর্বে প্রকাশিত রিপোর্ট অনুসারে, আসন্ন OnePlus Nord 3 স্মার্টফোনটি চীনে ইতিমধ্যে লঞ্চ হওয়া OnePlus Ace 2V -এর রিব্যাজড সংস্করণ হবে। আবার ফিচারের কথা বললে, এতে ৬.৭৪-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের হতে পারে এবং স্ক্রিনটি ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। ছবি তোলার জন্য উক্ত ডিভাইসে সম্ভবত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর + ২ মেগাপিক্সেল তৃতীয় লেন্স যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে থাকবে। এছাড়া ফোনটি ৮০ ওয়াট চার্জিং সমর্থিত ৫,০০০ এএমএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে আসবে বলেও দাবি করেছেন কিছু টিপস্টার।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago