শীঘ্রই বাজারে আসছে Royal Enfield Meteor 350, থাকবে তিন ধরণের বিকল্প

Royal Enfield যে নতুন একটি মোটরবাইকের ডেভলপমেন্টের ওপর কাজ করছে সে সম্পর্কে গত এপ্রিলে স্টুডিও ইমেজের মাধ্যমে জানা গিয়েছিল৷ এই বাইকটির অফিসিয়াল নাম হবে Meteor 350৷ Royal Enfield অনেক আগেই বাইকটি লঞ্চ করার পরিকল্পনা নিলেও করোনা ভাইরাসের কারনে এখনও বাইকটি বাজারে আসেনি। তবে সূত্র অনুযায়ী, আর কয়েক সপ্তাহের মধ্যেই Royal Enfiled তাদের Meteor 350 নামের এই রেট্রো ক্রুজার ক্যাটেগরির বাইকটিকে লঞ্চ করার জন্য তোড়জোড় শুরু করেছে। তবে লঞ্চ হওয়ার পূর্বেই বাইকটি সম্পর্কিত বেশ কিছু তথ্য সামনে এলো।

সূত্র অনুযায়ী, Royal Enfield Meteor 350 মোটরবাইকটি কে তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হবে, যেগুলি হল- Supernova, Stella এবং Fireball ।

Royal Enfiled Meteor 350 Supernova

এটি Meter 350 সিরিজের সবচেয়ে দামী ভ্যারিয়েন্ট হবে। বাইকটি দুটি ডুয়াল-টোন রঙের বিকল্পে উপলব্ধ হবে। যেগুলি হল লাইট ব্লু/ব্ল্যাক এবং ব্রাউন/ব্ল্যাক। বাইকটিতে প্রিমিয়াম ডুয়াল-টোন অ্যালয় হুইল, প্রিমিয়াম সিট কভার, ক্রোম ইন্ডিকেটর ও উইন্ডস্ক্রিন থাকবে।

Royal Enfiled Meteor 350 Steller

এই ভ্যারিয়েন্টটি তিনটি রঙের বিকল্পে কেনা যাবে। যথা- মেটালিক রেড, মেটালিক ব্লু এবং ম্যাট ব্ল্যাক। বাইকটিতে সংস্থার 3D লোগো, পিলিয়ন ব্যাকরেস্ট, বডি কালারড প্যানেল এবং ক্রোম-ফিনিশড হ্যান্ডেলবার থাকবে বলে জানা গিয়েছে।

Royal Enfiled Meteor 350 Fireball

এটি হবে Meteor 350 সিরিজের বেস ভ্যারিয়েন্ট। বাইকটি হলুদ এবং লাল এই দুটি রঙের বিকল্পে পাওয়া যাবে।

এজাড়া বাইকগুলি স্মার্টফোন কানেক্টিভিটি এবং Tripper Navigation System এর সাথে আসবে। এই নেভিগেশান আসলে রয়্যাল এনফিল্ডের ব্লুটুথ এনাবেলড জিপিএস সিস্টেমের অফিসিয়াল নাম।