Categories: Mobiles

OnePlus Nord 3 নাকি Moto Edge 40, দুই ফোনেই দুর্ধর্ষ ফিচার থাকলেও কে এগিয়ে

OnePlus সম্প্রতি ভারতে তাদের নর্ড সিরিজের লেটেস্ট ফোন Oneplus Nord 3 লঞ্চ করেছে। এই ফোনে আছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর এবং ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র‌্যাম সাপোর্ট। আবার কোম্পানির তরফে জানানো হয়েছে, এই ডিভাইসে ৪ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। আর এর দাম শুরু হয়েছে ৩৩,৯৯৯ টাকা থেকে। এদিকে প্রাই একই রেঞ্জে ভারতে লঞ্চ হয়েছে Moto Edge 40। এই ডিভাইসে ওয়্যারলেস চার্জিং এবং কার্ভড ডিসপ্লের মতো বৈশিষ্ট্য পাওয়া যাবে। তাই আপনার যদি এই দুটি ফোন নিয়ে বিভ্রান্তি থাকে, তাহলে এই প্রতিবেদনটি পড়ে নিন। এখানে আমরা Oneplus Nord 3 ও Moto Edge 40 এর মধ্যে দাম ও ফিচারের মধ্যে পার্থক্যগুলি নিয়ে আলোচনা করবো।

Oneplus Nord 3 vs Moto Edge 40: দাম

ওয়ানপ্লাস নর্ড ৩ এর ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা এবং ১৬ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৩৭,৯৯৯ টাকা।

অন্যদিকে, মোটোরোলা এজ ৪০-এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা।

Oneplus Nord 3 vs Moto Edge 40: ডিসপ্লে

Oneplus Nord 3 স্মার্টফোনে ৬.৭৩-ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে প্যানেল আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০-বিট কালার, এইচডিআর১০+ ও ১,৪৫০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

Moto Edge 40 ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৫ ইঞ্চির পি-ওলেড (POLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ স্ক্রিন রেজোলিউশন এবং ১,২০০ নিট পিক ব্রাইটনেস অফার করে।

Oneplus Nord 3 vs Moto Edge 40: প্রসেসর ও স্টোরেজ

ওয়ানপ্লাস নর্ড ৩ ডিভাইসে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস৩.১ স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১ অপারেটিং সিস্টেমে চলবে।

অন্যদিকে মোটোরোলা এজ ৪০ ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ প্রসেসর, ৮ জিবি LPDDR4X র‌্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ এবং আইপি৬৮ রেটিং সহ এসেছে।

Oneplus Nord 3 vs Moto Edge 40: ক্যামেরা

ওয়ানপ্লাস নর্ড ৩ ডিভাইসে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স (সনি আইএমএক্স৮৯০/ওআইএস), ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

মোটো এজ ৪০ ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি লেন্স ৫০ মেগাপিক্সেল (ওআইএস) এবং সেকেন্ডারি লেন্স ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল। এটির একটি ম্যাক্রো ভিশনও রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।

Oneplus Nord 3 vs Moto Edge 40: ব্যাটারি ও কানেক্টিভিটি

Oneplus Nord 3 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ৫জি, ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৩, এনএফসি ও জিপিএস সাপোর্ট।

এদিকে Moto Edge 40 ডিভাইসে পাওয়া যাবে ৪৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৮ ওয়াট টার্বোপাওয়ার ওয়্যার চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির কথা বললে, এতে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট পাওয়া যাবে।

Julai Mondal

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

30 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

37 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

45 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

56 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago