ব্যাটারি থেকে শুরু করে ক্যামেরা, চার্জিং, OnePlus Nord 4 এর প্রচুর ফিচার্স ফাঁস

OnePlus Ace 2V গত বছর চীনে লঞ্চ হয়েছিল। তারপর বিশ্ব বাজারে OnePlus Nord 3 নামে একই ফোনের মডিফায়েড ভার্সন প্রকাশ হয়েছে। এ বছরও কোম্পানির একই…

OnePlus Ace 2V গত বছর চীনে লঞ্চ হয়েছিল। তারপর বিশ্ব বাজারে OnePlus Nord 3 নামে একই ফোনের মডিফায়েড ভার্সন প্রকাশ হয়েছে। এ বছরও কোম্পানির একই কৌশল অবলম্বন করার সম্ভাবনা রয়েছে। জানিয়ে রাখি, Qualcomm Snapdragon 7+ Gen 3 চিপের সাথে OnePlus Ace 3V গত মাসে চীনে উন্মোচিত হয়েছে। তাই এটি OnePlus Nord 4 ব্র্যান্ডিং সহ গ্লোবাল মার্কেটে আসবে বলে শোনা যাচ্ছে। আর এখন CPH2621 মডেল নম্বর সহ একটি নতুন ওয়ানপ্লাস ফোন গিকবেঞ্চ (Geekbench) এবং ইউরোফিনস (Eurofins) সার্টিফিকেশন সাইটটে উপস্থিত হয়েছে। সেখানে হাজির হওয়া CPH2621 মডেল নম্বরের ফোনটি OnePlus Nord 4 হতে পারে।

OnePlus Nord 4 হাজির Geekbench ও Eurofins সাইটে

OnePlus CPH2621-এর ইউরোফিনস সার্টিফিকেশন প্রকাশ করেছে যে, এটি ৫,৩৪০ এমএএইচ (রেটেড ভ্যালু) ব্যাটারি সহ আসতে পারে। সম্ভবত, এটিতে ৫,৫০০ এমএএইচ টিপিক্যাল ভ্যালু থাকতে পারে। আরও জানা গিয়েছে যে, ডিভাইসটি ৮০ ওয়াট ফাস্ট চার্জারের সাথে বাজারে আসবে।

মাইস্মার্টপ্রাইস-এর স্পট করা CPH2621-এর গিকবেঞ্চ লিস্টিং প্রকাশ করেছে যে, এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ চিপসেট থাকবে। নাম উল্লেখ না থাকলেও, সিপিইউ এবং জিপিইউ সম্পর্কিত তথ্যগুলি এই প্রসেসরটির দিকেই নির্দেশ করছে। এছাড়াও বেঞ্চমার্ক ডেটাবেস থেকে জানা গেছে যে, ১২ জিবি র‍্যাম মিলবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪-এ চলবে। ফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ১,৮১৮ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৪,৫২৬ পয়েন্ট অর্জন করেছে।

এছাড়াও, ক্যামেরা এফভি ফাইভ (Camera FV 5)-এর ডেটাবেস অনুযায়ী, CPH2621-এর প্রাইমারি ক্যামেরা ১২.৬ মেগাপিক্সেলের রেজোলিউশনে ছবি তুলতে পারে। অনুমান, এটি ফোর-ইন-ওয়ান পিক্সেল বিনিং সাপোর্ট করবে। ডিভাইসটি ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দ্বারা সজ্জিত হতে পারে। মূল ক্যামেরাটি এফ/১.৯ অ্যাপারচার, ২৬.৪ মিলিমিটার ফোকাল লেন্থ এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট অফার করবে। অন্যদিকে, OnePlus CPH2621-এর ফ্রন্ট ক্যামেরা সেন্সরটি এএফ/২.৪ অ্যাপারচার, ২৫.২ মিমি ফোকাল লেন্থ এবং ইলেকট্রনিক্স ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সাপোর্ট করবে। সম্ভবত এতে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।