OnePlus Nord 4 ফোনের সাথে বিনামূল্যে 5 হাজার টাকার গিফট, সাথে 3 হাজার টাকার ডিসকাউন্ট

ওয়ানপ্লাস ফোন প্রেমীদের জন্য সুখবর। ব্র্যান্ডটি তাদের সম্প্রতি লঞ্চ হওয়া ওয়ানপ্লাস নর্ড ৪ এর সাথে লোভনীয় ব্যাঙ্ক অফার এবং গিফট দিচ্ছে। উল্লেখ্য, ওয়ানপ্লাস সম্প্রতি অফলাইনে…

Oneplus Nord 4 Buyers Get Free Backpack Worth Rs 4999 With Bank Discounts In Monsoon Sale

ওয়ানপ্লাস ফোন প্রেমীদের জন্য সুখবর। ব্র্যান্ডটি তাদের সম্প্রতি লঞ্চ হওয়া ওয়ানপ্লাস নর্ড ৪ এর সাথে লোভনীয় ব্যাঙ্ক অফার এবং গিফট দিচ্ছে। উল্লেখ্য, ওয়ানপ্লাস সম্প্রতি অফলাইনে নর্ড ৪ বিক্রির বিক্রির ঘোষণা করেছে। ফলে যে কেউ ডিভাইসটি কিনতে পারবে। আর এই সেলেই ওয়ানপ্লাস নর্ড ৪ কিনলে পাওয়া যাবে ৪৯৯৯ টাকার উপহার। চলুন ডিভাইসটি কি কি অফার ও গিফটের সাথে পাওয়া যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ওয়ানপ্লাস নর্ড ৪ এর সাথে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং গিফট

২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত চলবে ওয়ানপ্লাসের অফলাইন সেল। বেঙ্গালুরুর ওয়ানপ্লাস বুলেভার্ড এবং হায়দরাবাদের ওয়ানপ্লাস নিজাম প্যালেসে সকাল ১১টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত চলবে এই সেল। যেখানে ওয়ানপ্লাস নর্ড ৪ কিনলে ৩,০০০ টাকা ব্যাংক ডিসকাউন্ট দেওয়া হবে, যা ৮ জিবি + ২৫৫ জিবি এবং ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাবে। এই অফারটি আইসিআইসিআই ব্যাংক এবং ওয়ানকার্ড উভয় ক্রেডিট কার্ডের জন্য প্রযোজ্য।

এই অফার ছাড়াও, ওয়ানপ্লাস নর্ড ৪ কিনলে ক্রেতারা ৪,৯৯৯ টাকার একটি ওয়ানপ্লাস ব্যাকপ্যাক বিনামূল্যে পাবেন। উল্লেখ্য, ডিভাইসটির ৮ জিবি + ১২৮ স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা।

স্পেসিফিকেশনের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৪ ইঞ্চি U8+ ওলেড ডিসপ্লে আছে। এই স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে। সংস্থাটি প্রতিশ্রুতি দিচ্ছে যে এই ডিভাইসের সাথে চারটি অ্যান্ড্রয়েড আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। এটি বর্তমানে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলছে।

ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, এই চার্জার মাত্র ২৮ মিনিটেই ব্যাটারি ১ থেকে ১০০% চার্জিং দেবে। ফটোগ্রাফির জন্য এতে ওআইএস সমর্থন সহ ৫০-মেগাপিক্সেল সনি এলওয়াইটি৬০০ প্রাইমারি রিয়ার সেন্সর রয়েছে। সাথে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল রিয়ার ক্যামেরা। সেলফির জন্য সামনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল সেন্সর।