OnePlus: 2,000 টাকা ছাড়ে কিনে ফেলুন ওয়ানপ্লাসের ফোন, সুযোগ দিচ্ছে আমাজন

ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনটির প্রি অর্ডার প্রক্রিয়া শুরু হল অ্যামাজনে। এটিকে একাধিক ব্যাঙ্ক অফারের সাথে ছাড়যুক্ত মূল্যে বুক করা যাবে।

Oneplus Nord 4 Pre Order Goes Live On Amazon India

সম্প্রতি লঞ্চ হওয়া ওয়ানপ্লাস নর্ড ৪ অবশেষে অ্যামাজন ইন্ডিয়ার সাইটে ৩২,৯৯৯ টাকায় প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়েছে। স্মার্টফোনটি প্রতিযোগিতামূলক মূল্যে তার পূর্বসূরির তুলনায় বেশ কিছু নতুন আপগ্রেড অফার করে। কোম্পানি সদ্য লঞ্চ হওয়া ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনের সাথে বেশ কিছু নতুন ডিল এবং ডিসকাউন্টও প্রদান করছে, যা এর মূল্যকে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে। আসুন তাহলে নবাগত হ্যান্ডসেটটির সকল ভ্যারিয়েন্টের দাম, লঞ্চ অফার এবং স্পেসিফিকেশন সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনের মূল্য ও স্পেসিফিকেশন

৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনের বেস ভ্যারিয়েন্টটি ২৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। যেখানে ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩২,৯৯৯ টাকা। প্রাইম ইউজাররা তাদের এসবিআই কার্ড ইএমআই ব্যবহার করে ইনস্ট্যান্ট ছাড়ের সাথে অতিরিক্ত ২,০০০ টাকা বাঁচাতে পারেন। তবে, এসবিআই ক্রেডিট কার্ডে নন-ইএমআই লেনদেনে ৭৫০ টাকা ছাড় পাওয়া যাবে।

ওয়ানপ্লাস নর্ড ৪ কয়েকদিন আগে লঞ্চ করা হয়েছিল। ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,১৫০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৭৪ ইঞ্চির ওলেড ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসরের সাথে এসেছে, যা ৮ জিবি/১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ৩.১/ ২৫৬ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, ওয়ানপ্লাস নর্ড ৪ হ্যান্ডসেটে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৬০০ প্রাইমারি সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর উপস্থিত রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস ১৪.১ কাস্টম স্কিনে চলে।

উন্নত হার্ডওয়্যার ছাড়াও, এতে কিছু নতুন সফ্টওয়্যার ফিচার আছে। ইউজাররা এআই সামারাইজার, এআই টেক্সট ট্রান্সলেটর, এআই অডিও সামারিজার এবং এআই নোট সামারিজারের মতো নতুন এআই বৈশিষ্ট্যগুলি উপভোগ করতে পারবেন। ওয়ানপ্লাস সিকিউরিটি প্যাচ সহ ৪ বছরের অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড সাপোর্ট করবে। আগ্রহী ইউজাররা অ্যামজনের থেকে ডিভাইসটি প্রি-অর্ডার করতে পারেন।