Mobiles

সদ্য লঞ্চ হওয়া OnePlus Nord 4 নাকি OnePlus 12R আপনার কেনা উচিত, দেখে নিন পার্থক্য

ওয়ানপ্লাস গত ১৬ই জুলাই তাদের ‘সামার ইভেন্ট’ চলাকালীন ওয়ানপ্লাস নর্ড ৪ স্মার্টফোনের ঘোষণা করে। এটি একটি মিড রেঞ্জ হ্যান্ডসেট, যা মেটাল ইউনিবডি ডিজাইন এবং কোয়ালকমের প্রসেসর সহ এসেছে। আবার ডিভাইসটিতে এআই টেক্সট ট্রান্সলেটর, এআই অডিও সামারিজার এবং এআই নোট সামারিজারের মতো অ্যাডভান্স ফিচারও সাপোর্ট করে। মনে করা হচ্ছে, এই মোবাইল জানুয়ারি মাসে আগত ওয়ানপ্লাসের আরেকটি ফোনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হবে, যা হল ওয়ানপ্লাস ১২আর। এক্ষেত্রে কোনটি সেরা তা বিচার করতে আজ আমরা সদ্য লঞ্চ হওয়া ওয়ানপ্লাস নর্ড ৪ এবং ৭ মাস পুরোনো ওয়ানপ্লাস ১২আর ফোনের জন্য দাম ও ফিচারগত তুলনামূলক আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।

ওয়ানপ্লাস নর্ড ৪ বনাম ওয়ানপ্লাস ১২আর : দাম

ওয়ানপ্লাস নর্ড ৪ ফোন তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এসেছে। যার মধ্যে – ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে ২৯,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ৩২,৯৯৯ টাকা ও ৩৫,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটি – মারকিউরিয়াল সিলভার, ওয়েসিস গ্রিন এবং ওবসিডিয়ান মিডনাইট কালারে এসেছে।

ওয়ানপ্লাস ১২আর ৫জি স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ৩৯,৯৯৯ টাকা থেকে। এই দাম এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। অন্যদিকে ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ৪৫,৯৯৯ টাকায় পকেটস্থ করা যাবে। এটি- আয়রন গ্রে এবং কুল ব্লু কালার বিকল্পে কেনা যাবে।

ওয়ানপ্লাস নর্ড ৪ বনাম ওয়ানপ্লাস ১২আর : ডিসপ্লে

ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনে ৬.৭৪-ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ২৭৭২×১২৪০ পিক্সেল এবং রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ ।

ওয়ানপ্লাস ১২আর ৫জি স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬.৭৮-ইঞ্চির ১.৫কে (২৭৮০x১২৬৪ পিক্সেল) প্রোএক্সডিআর এলটিপিও অ্যামোলেড টাচস্ক্রিন, যার ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন প্রযুক্তি সাপোর্ট করে।

ওয়ানপ্লাস নর্ড ৪ বনাম ওয়ানপ্লাস ১২আর : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭+ জেন ৩ চিপসেট এবং অ্যাড্রেন ৭৩২ জিপিইউ সমন্বিত, যার সাথে ৮/১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১২৮/২৫৬ জিবি ইউএফএস ৩.১ বা ইউএফএস ৪.০ স্টোরেজ সংযুক্ত। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস ১৪.১ কাস্টম স্কিনে রান করে।

ওয়ানপ্লাস ১২আর ৫জি স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এই ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস ১৪ কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত।

ওয়ানপ্লাস নর্ড ৪ বনাম ওয়ানপ্লাস ১২আর : ক্যামেরা সেটআপ

ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ওআইএস ও ইআইএস সহ ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটিআইএ প্রাইমারি সেন্সর + ১১২-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ যুক্ত ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স৷ সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলবে ১৬ মেগাপিক্সেলের ফন্ট ক্যামেরা। এটি ৪কে রেজোলিউশনে ৬০ ফ্রেম-পার-রেটে ভিডিও রেকর্ডিং করার সুবিধা দেয়।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য ওয়ানপ্লাস ১২আর ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। আবার ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়।

ওয়ানপ্লাস নর্ড ৪ বনাম ওয়ানপ্লাস ১২আর : ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি

ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনে ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ওয়ানপ্লাস ১২আর ৫জি স্মার্টফোনেও দেওয়া হয়েছে ১০০ ওয়াট সুপারভুক চার্জিং সমর্থিত ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

ওয়ানপ্লাস নর্ড ৪ বনাম ওয়ানপ্লাস ১২আর : পরিমাপ

ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনের পরিমাপ ১৬২.৬x৭৫x৮ মিমি এবং ওজন ১৯৯.৫ গ্রাম।

ওয়ানপ্লাস ১২আর ৫জি ফোনের পরিমাপ ১৬৩.৩x৭৫.৩x৮.৮ মিমি এবং ওজন ২০৭ গ্রাম।

Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

26 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

33 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

41 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

52 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago