OnePlus Nord CE 2 Lite 5G: 20 হাজার টাকার কমে ওয়ানপ্লাসের 5G ফোন, এখানে রয়েছে অফার

OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজন থেকে ১৯,৯৯৯ টাকার পরিবর্তে ১৮,৯৯৯ টাকায় কেনা যাবে

OnePlus Nord CE 2 Lite 5G হল কোম্পানির Nord সিরিজের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন। ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটি এখন Amazon India থেকে অফার সহ পাওয়া যাচ্ছে। তাই আপনার বাজেট যদি ২০,০০০ টাকার কম হয়, তাহলে OnePlus-এর এই হ্যান্ডসেটটি নিতে পারেন। OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অপারেটিং সিস্টেম, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর।

OnePlus Nord CE 2 Lite 5G এর দাম ও অফার

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজন থেকে ১৯,৯৯৯ টাকার পরিবর্তে ১৮,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া প্রতি মাসে ৩১৬৭ টাকা নো কস্ট ইএমআই অপশনের মাধ্যমে এটি পকেটস্থ করা যাবে। অ্যামাজন থেকে ফোনটি নিলে পার্টনার অফারের আওতায় ৬ মাসের জন্য স্পটিফাই প্রিমিয়াম সাবস্ক্রিপশনও বিনামূল্যে পাওয়া যাবে।

OnePlus Nord CE 2 Lite 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোনে রয়েছে ইআইএস সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এছাড়া হ্যান্ডসেটটির পিছনে ২ মেগাপিক্সেল ডেপ্থ ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল সনি আইএমএক্স৪৭১ ফ্রন্ট সেন্সর। এই ফোনে রয়েছে এআই সিন এনহ্যান্সমেন্ট, ডুয়াল ভিউ ভিডিও, এইচডিআর, নাইট পোর্ট্রেট, প্যানোরামা মোডের মতো ক্যামেরা ফিচার।

ওয়ানপ্লাসের এই ফোনের সামনে দেখা যাবে ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হাটর্জ। স্ক্রিনের রেজোলিউশন ২৪১২ x ১০৮০ পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি ৪০২ পিপিআই। আর স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেন ওএস অপারেটিং সিস্টেমে রান করবে। ওয়ানপ্লাসের এই সাশ্রয়ী মূল্যের ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।