108MP ক্যামেরা নিয়ে আসছে OnePlus Nord CE 3 5G, লঞ্চের আগেই প্রসেসর থেকে ব্যাটারির যাবতীয় তথ্য ফাঁস

চলতি বছর ফেব্রুয়ারি মাসে ওয়ানপ্লাস তাদের Nord সিরিজে অন্তর্ভুক্ত OnePlus Nord CE 2 হ্যান্ডসেটটি লঞ্চ করেছিল। জল্পনা শোনা যাচ্ছিব যে, সাশ্রয়ী মূল্যের এই স্মার্টফোনটির উত্তরসূরি মডেলটিও শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে। অনুমান সত্যি করে এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, OnePlus Nord CE 3 5G-এর ওপর কাজ করছে সংস্থা, যেটি আগামী বছরের প্রথম বা দ্বিতীয় ত্রৈমাসিক লঞ্চ হতে পারে। সেখানে আসন্ন Nord হ্যান্ডসেটটির সম্পূর্ণ স্পেসিফিকেশনও শেয়ার করা হয়েছে। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল OnePlus Nord CE 3 5G-এর স্পেসিফিকেশন

টিপস্টার অনলিক্স এবং গ্যাজেটগ্যাং যৌথভাবে নতুন ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে। হ্যান্ডসেটটি নর্ড লাইনআপে ছোটখাটো আপগ্রেড আনবে বলে আশা করা হচ্ছে, এর হার্ডওয়্যারগুলি অনেকটা গত এপ্রিলে লঞ্চ হওয়া নর্ড সিই ২ লাইট ৫জি-এর মতো।

নর্ড সিই ৩ ৫জি-এর সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যা নিঃসন্দেহে নর্ড সিই ২-এর ৬.৪৩ ইঞ্চির থেকে বড় কিন্তু উন্নততর নয়, কেননা পূর্বসূরি মডেলটিতে উৎকৃষ্ট অ্যামোলেড (AMOLED) প্যানেল রয়েছে। নর্ড সিই ৩ ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে, যেটি নর্ড সিই ২ লাইট ৫জি-তেও ব্যবহার করা হয়েছিল। এই চিপসেটটি খুব বেশি শক্তিশালী না হলেও বেশিরভাগ ব্যবহারকারীর জন্যই যথেষ্ট হবে।

ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটির রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর অবস্থান করবে। আর ডেপ্থ সেন্সিং এবং ম্যাক্রো ফটোগ্রাফির জন্য দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর অন্তর্ভুক্ত থাকবে৷ তবে, আল্ট্রাওয়াইড লেন্সের অনুপস্থিতি কিছু ওয়ানপ্লাস অনুরাগীদের হতাশ করতে পারে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনটির সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, নর্ড সিই ৩ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে জানা গেছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

এছাড়া নিরাপত্তার জন্য, OnePlus Nord CE 3 5G একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি এআই (AI) ফেস আনলক ফিচারটিও সাপোর্ট করবে। রিপোর্টে বলা হয়েছে যে, স্মার্টফোনটি দুটি স্টোরেজ কনফিগারেশনে আত্মপ্রকাশ করবে। এর বেস মডেলটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করবে, যেখানে উচ্চতর মডেলটিতে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকবে।