Samsung Galaxy A12, Galaxy M02s, Galaxy F02s ফোনের দাম বাড়ল, জানুন নতুন মূল্য

চীনা কোম্পানি Vivo, Oppo-র পর, এবার কার্যত নীরবে নিজের তিনটি পুরনো স্মার্টফোনের দাম বাড়ালো Samsung (স্যামসাং)। দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি তার ‘A’ সিরিজ, ‘M’ সিরিজ এবং ‘F’ সিরিজের অধীনস্থ Galaxy A12 (গ্যালাক্সি এ ১২), Galaxy M02s (গ্যালাক্সি এম ০২ এস) এবং Galaxy F02s (গ্যালাক্সি এফ ০২ এস) নামক বাজেট ফোনগুলির দাম বাড়িয়েছে। যার ফলে, উক্ত হ্যান্ডসেটগুলি কেনার সময় এখন থেকে অতিরিক্ত ১,০০০ টাকা পর্যন্ত ব্যয় করতে হবে। আসুন এই ফোনগুলির নতুন দাম এবং ফিচার সম্পর্কে জেনে নিই।

Samsung Galaxy A12, Galaxy M02s ও Galaxy F02s এর নতুন দাম

ইতিমধ্যেই স্যামসাং গ্যালাক্সি এ ১২, গ্যালাক্সি এম ০২ এস এবং গ্যালাক্সি এফ ০২ এসের নতুন দামগুলি স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন (Amazon), ফ্লিপকার্টের (Flipkart) মত ই-কমার্স সাইটে লাইভ হয়েছে। এক্ষেত্রে গ্যালাক্সি এ ১২ ফোনটির ৪ জিবি/৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা থেকে বেড়ে ১৩,৪৯৯ টাকা হয়েছে। যেখানে এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১৩,৯৯৯ টাকার বদলে ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

একইভাবে দাম বাড়ার পর গ্যালাক্সি এম ০২ এসের ৩ জিবি/৩২ জিবি সংস্করণ মিলছে ৯,৪৯৯ টাকায়, আগে যার দাম ছিল ৮,৯৯৯ টাকা। আবার এই ফোনের ৯,৯৯৯ টাকা মূল্যের ৪ জিবি/৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির নতুন দাম রাখা হয়েছে ১০,৪৯৯ টাকা।

এছাড়াও মূল্যবৃদ্ধির কবলে পড়া গ্যালাক্সি এফ ০২ এসের ৩ জিবি/৩২ জিবি মডেল এবং ৪ জিবি/৬৪ জিবি মডেলের বর্তমান দাম পড়বে যথাক্রমে ৯,৪৯৯ টাকা এবং ১০,৪৯৯ টাকা। আগে এগুলি ৮,৯৯৯ টাকা এবং ৯,৯৯৯ টাকার বিনিময়ে পাওয়া যেত।

Samsung Galaxy A12, Galaxy M02s ও Galaxy F02s-এর ফিচার

গত ফেব্রুয়ারিতে চালু হওয়া, Galaxy A12 স্মার্টফোনটিতে ২০:৯ এসপেক্ট রেশিওসহ ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে। আবার এতে আছে , অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি ৩৫ এসওসি, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াট চার্জিং প্রযুক্তি। ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A12 ফোনে পাওয়া যাবে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ।

আবার জানুয়ারীতে বাজারে আসা Galaxy M02s হ্যান্ডসেটটিতে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪৫০ অক্টা-কোর এসওসি, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। অন্যদিকে Galaxy F02s ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন