OnePlus Nord CE 4 Lite vs iqoo z9 5G price specifications comparison

OnePlus Nord CE 4 Lite vs IQOO Z9 5G: বাজেটের মধ্যে কোন ৫জি ফোন আপনার জন্য লাভজনক হবে

গত পরশু অর্থাৎ ২৪শে জুন ভারতে লঞ্চ হয়েছে OnePlus Nord CE 4 Lite 5G। এর দাম এদেশে ১৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। ফিচার হিসাবে এতে – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চির FHD+ ডিসপ্লে, ২৫৬ জিবি স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিন, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ফাস্ট চার্জিং সমর্থিত শক্তিশালী ব্যাটারি মিলবে। দেখতে গেলে একই দাম ও প্রায় অনুরূপ ফিচারের সাথে ১২ই মার্চ iQOO Z9 5G মোবাইল ফোন ভারতে আত্মপ্রকাশ করে। ফলে আপনারা যারা বাজেটের মধ্যে ফিচারে সমৃদ্ধ একটি 5G হ্যান্ডসেট খুঁজছেন তাদের জন্য এই দুটি বিকল্প সেরা। তবে OnePlus Nord CE 4 Lite এবং iQOO Z9 -এর মধ্যে কোনটি আপনার জন্য উপযুক্ত বুঝতে না পারলে আমাদের এই প্রতিবেদন থেকে ফোনগুলির বিশেষত্ব ও দামের মধ্যেকার ফারাক বিস্তারে জেনে নিতে পারেন।

OnePlus Nord CE 4 Lite 5G vs iQOO Z9 5G : দাম

এদেশের বাজারে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর টপ-এন্ড ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের দাম থাকছে ২২,৯৯৯ টাকা। এটি – মেগা ব্লু, সুপার সিলভার এবং আল্ট্রা অরেঞ্জ কালার অপশনে এসেছে।

আইকো জেড৯ ৫জি স্মার্টফোন মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। যার মধ্যে বেস ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ১৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর টপ-এন্ড ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কেনা যাবে ২১,৯৯৯ টাকার বিনিময়ে। এটি – ব্রাশড গ্রিন এবং গ্রাফিন ব্লু কালার অপশনে কেনা যাবে।

OnePlus Nord CE 4 Lite 5G vs iQOO Z9 5G : ডিসপ্লে, সেন্সর

ফ্লাট ফ্রেম ডিজাইনের সাথে আসা ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ফ্লাট AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২১০০নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। আবার ভেজা হাতে যাতে স্ক্রিন অ্যাক্সেস করা যায় তার জন্য এটি অ্যাকোয়াটাচ প্রযুক্তির সাথে এসেছে। এই ফোনে আন্ডার-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

আইকো জেড৯ ৫জি স্মার্টফোনও ফ্ল্যাট ফ্রেম ডিজাইনের সাথে এসেছে। এতে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০x১৮০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে, যা ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০০ হার্টজ পর্যন্ত ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট এবং ১৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। নিরাপত্তার জন্য মিলবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

OnePlus Nord CE 4 Lite 5G vs iQOO Z9 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

ভালো পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত। এই ফোন ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অক্সিজেনওএস ১৪ প্রি-লোডেড থাকছে।

আইকো জেড৯ ৫জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর উপস্থিত। এর সাথে ৮ জিবি র‍্যাম LPDDR4x র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ পাওয়া যাবে। এই ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে রান করে।

OnePlus Nord CE 4 Lite 5G vs iQOO Z9 5G : ক্যামেরা সেটআপ

OnePlus Nord CE4 Lite 5G ফোনের পিছনে পিল-আকৃতির ওয়াইড ক্যামেরা মডিউল আছে, যার মধ্যে ডুয়াল ক্যামেরা অবস্থিত। এই ক্যামেরাগুলি হল – OIS ও ২এক্স ইন-সেন্সর জুম সহ ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি শুটার + ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স। ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার বিদ্যমান।

iQOO Z9 স্মার্টফোনের ব্যাক প্যানেলে একটি ছোট বর্গাকার ক্যামেরা মডিউল অবস্থিত। যাতে দুটি ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল – OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার লক্ষ্যণীয়।

OnePlus Nord CE 4 Lite 5G vs iQOO Z9 5G : ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সমর্থিত ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এতে রিভার্স চার্জিং এবং এবং ব্যাটারি হেলথ ইঞ্জিন ফিচারের সুবিধা পাওয়া যাবে।

আইকো জেড৯ ৫জি স্মার্টফোনে ৪৪ ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

OnePlus Nord CE 4 Lite 5G vs iQOO Z9 5G : পরিমাপ

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি স্মার্টফোনের পরিমাপ ১৬২.৯x৭৫.৬x৮.১ মিমি ও ওজন ১৯১ গ্রাম।

আইকো জেড৯ ৫জি ফোনের পরিমাপ ১৬৩.২x৭৫.৮x৭.৮ মিমি ও ওজন ১৮৮ গ্রাম।