Categories: Mobiles

ফোনের ফাঁকা জায়গা বদলে যাবে র‍্যামে! বড় চমক নিয়ে হাজির হচ্ছে OnePlus

শীঘ্রই বাজারে আসতে চলেছে ওয়ানপ্লাসের বাজেট-কেন্দ্রিক Nord CE সিরিজের পরবর্তী স্মার্টফোন। ভারতে আগামী ১ এপ্রিল OnePlus Nord CE 4-এর ওপর থেকে পর্দা সরানো হবে বলে নিশ্চিত করা হয়েছে। অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India)-এর সাইটে উপলব্ধ ডিভাইসটির ল্যান্ডিং পেজটি চিপসেট, র‌্যাম, স্টোরেজের ধরন ও কালার অপশন ইতিমধ্যেই প্রকাশ করেছে। ইন্টারনেটেও আবার OnePlus Nord CE 4 সম্পর্কে একাধিক তথ্য ফাঁস হচ্ছে। এক বিশিষ্ট টিপস্টারের সৌজন্যে এখন আপকামিং ফোনটির ভ্যারিয়েন্ট সম্পর্কে জানা গিয়েছে।

OnePlus Nord CE 4-এর ভ্যারিয়েন্ট (সম্ভাব্য)

ওয়ানপ্লাস ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ অফার করবে। ব্র্যান্ডটি এও ঘোষণা করেছে যে, ডিভাইসটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ সহ আসবে। আর এখন টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন যে, এটি নর্ড সিই ৪-এর টপ-এন্ড কনফিগারেশন হবে। তার দাবি, নতুন ওয়ানপ্লাস ফোনটির বেস ভ্যারিয়েন্টে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি বিল্ট-ইন স্টোরেজ থাকবে। কোম্পানি ইতিমধ্যেই প্রকাশ করেছে যে, ডিভাইসটি ৮ গিগাবাইট ভার্চুয়াল র‌্যাম অফার করবে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট সহ আসবে। সদ্য উন্মোচিত ভিভো ভি৩০-এর পর, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ হবে এদেশে ওই চিপসেটের সাথে আসা দ্বিতীয় স্মার্টফোন।

তবে অতিরিক্ত স্টোরেজের জন্য, ওয়ানপ্লাস নর্ড সিই ৪-এ একটি মাইক্রোএসডি কার্ড স্লটও অন্তর্ভুক্ত থাকবে। এটি ডার্ক ক্রোম এবং সেল্যাডন মার্বেল কালারে বাজারে পা রাখতে পারে। জানিয়ে রাখি, গত বছর জুলাই মাসে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ভারতে ২৬,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যের সাথে লঞ্চ হয়েছিল। উত্তরসূরি নর্ড সিই ৪ এদেশে একই মূল্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, OnePlus Nord CE 4 ফোনটি Oppo K12-এর রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে, যা চীনে শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে, আসন্ন ওপ্পো ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। Snapdragon 7 Gen 3 চিপ দ্বারা চালিত ফোনটি ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ অফার করবে। এছাড়া, ফটোগ্রাফির জন্য Oppo K12-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল (প্রাইমারি) + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের সেন্সর সমন্বিত ট্রিপল ক্যামেরা ইউনিট থাকবে, আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

23 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

30 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

39 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

50 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago