Samsung Galaxy A51 ও Galaxy A71-র জন্য আসছে বড়সড় আপডেট, নতুন কি কি ফিচার পাবেন জানুন

দক্ষিণ কোরিয়ান কোম্পানি Samsung তাদের মিড বাজেট রেঞ্জের দুটি ফোনের জন্য আপডেট আনলো। এই দুটি ফোন হল Galaxy A51 এবং Galaxy A71। নতুন আপডেটে ফোনের ক্যামেরা আরও উন্নত হবে। এই আপডেট ডাউনলোডের পর ফোন দুটি Samsung Galaxy S20 ফোনের ফিচার পাবে। কোম্পানির তরফে জানানো হয়েছে গ্যালাক্সি এস ২০ এর প্রো ক্যামেরা মোড এখন গ্যালাক্সি এ ৫১ ও গ্যালাক্সি এ ৭১ এর জন্য আনা হল। এই মোডের সাহায্যে ব্যবহারকারীরা ফোকাস ও শাটার স্পিড কে ম্যানুয়ালি এডজাস্ট করতে পারবে। অর্থাৎ ক্যামেরা হার্ডওয়্যারকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে।

এর বাইরে ব্যবহারকারীরা নতুন আপডেটের সাথে সিঙ্গল টেক মোড পাবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে ভিডিও রেকর্ড করতে সক্ষম হবেন। এছাড়াও, স্টিল ছবিগুলি ফিল্টার সহ ক্যাপচার করা যাবে। শুধু তাই নয়, এই দুটি স্মার্টফোনেই এখন নাইট হাইপারল্যাপস এবং মাই ফিল্টার বৈশিষ্ট্যও থাকবে।

নতুন আপডেটের সাথে কোম্পানি এই দুই স্মার্টফোনে ক্যামেরার পাশাপাশি মিউজিক শেয়ারের ফিচার নিয়ে করেছে। এই বৈশিষ্ট্যটির মাধ্যমে, ব্যবহারকারীরা ব্লুটুথের মাধ্যমে অনেক স্মার্টফোনে মিউজিক শেয়ার করে স্ট্রিম করতে পারবেন। এর সাথে স্যামসাং কীবোর্ডটিও আপগ্রেড করা হয়েছে। যার কারণে ব্যবহারকারীরা এখন আরও স্মার্ট প্রেডিকশন পাবে। এই নতুন আপডেটটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই উভয় স্মার্টফোনের জন্য রোলআউট করা হবে।

Samsung Galaxy A51 স্পেসিফিকেশন :

গ্যালাক্সি এ৫১ ফোনটি ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি O ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। যার রেজুলেশন ২০৪০×১০৮০ পিক্সেল। গ্যালাক্সি নোট সিরিজের মতো এই ফোনেও ডিসপ্লের উপরের দিকে মাঝখানে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে পাবেন ১০এনএম এক্সিনস ৯৬১১ ৬৪-বিট অক্টা কোর প্রসেসর, ৬ জিবি ও ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ । মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির কথা বললে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরা সেটআপটি এল শেপ আকারে আছে। যার প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেল, দ্বিতীয় সেন্সরটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, এছাড়াও আছে ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে সুপার স্টেডি ভিডিও, UHD রেকর্ডিং এবং এআর ডুডলের মতো মোড রয়েছে।

সফটওয়্যারের কথা বললে স্যামসাং গ্যালাক্সি এ৫১ অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক One UI 2.0 অপারেটিং সিস্টেমের সাথে এসেছে। অন্যান্য ফিচারের কথা বললে এই ফোনে পাবেন ৩.৫ এমএম হেডফোন জ্যাক, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার ও ডলবি আটমোস অডিও সাপোর্ট। ফোনটিতে ৪,০০০ এমএএইচ এর ব্যাটারি আছে, যেটি ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *