OnePlus Nord N30 বাজেটের মধ্যে অফার করবে 16 জিবি র‌্যাম ও স্ন্যাপড্রাগন প্রসেসর, দেখা গেল Geekbench-এ

গিকবেঞ্চে ওয়ানপ্লাস নর্ড এন৩০ ফোনকে CPH2513 মডেল নম্বর সহ খুঁজে পাওয়া গেছে

OnePlus একটি নতুন ফোন লঞ্চের তোড়জোড় শুরু করেছে, যার নাম OnePlus Nord N30। এই ডিভাইসটি কেবল নর্থ আমেরিকার বিভিন্ন দেশে পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই জানা গেছে সম্প্রতি ভারত সহ অন্যান্য মার্কেটে লঞ্চ হওয়া OnePlus Nord CE 3 Lite ফোনের রিব্যান্ডেড ভার্সন হবে OnePlus Nord N30। আজ বেঞ্চমার্ক সাইট Geekbench-এ এই ডিভাইসটিকে দেখা গেছে, সেখানে থেকেও উপরের তথ্যটি যে সত্য (উভয় ডিভাইসে একই প্রসেসর) তা প্রমাণিত হয়েছে।

OnePlus Nord N30 এর Geekbench‌ লিস্টিং থেকে কি কি জানা গেল

গিকবেঞ্চে ওয়ানপ্লাস নর্ড এন৩০ ফোনকে CPH2513 মডেল নম্বর সহ খুঁজে পাওয়া গেছে। এখান থেকে জানা গেছে যে, নর্ড সিই ৩ এর মতো এতেও স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হবে। আর এতে ৮ জিবি র‌্যাম থাকবে। পাশাপাশি হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। গিকবেঞ্চে ওয়ানপ্লাস নর্ড এন৩০ সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৮৮৮ ও ২০৭৬ স্কোর করেছে।

এর আগে সামনে এসেছিল যে, ফোনটি ৬.৭১ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার এতে ডুয়েল স্টেরিও স্পিকার পাওয়া যাবে। ওয়ানপ্লাস নর্ড এন৩০ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হতে পারে ৩এক্স জুম সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য OnePlus Nord N30 ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর এই ডিভাইসে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।