সস্তায় বড় চমক, নতুন বছরে OnePlus Nord সিরিজের প্রথম 5G স্মার্টফোন লঞ্চ হল

ওয়ানপ্লাস গত সপ্তাহেই ভারতে OnePlus 12 এবং OnePlus 12R লঞ্চ করেছে। এগুলি ফ্ল্যাগশিপ অর্থাৎ দামী ফোন। তবে এবার আমজনতার জন্যও চুপিসারে সস্তায় একটি নতুন স্মার্টফোন…

ওয়ানপ্লাস গত সপ্তাহেই ভারতে OnePlus 12 এবং OnePlus 12R লঞ্চ করেছে। এগুলি ফ্ল্যাগশিপ অর্থাৎ দামী ফোন। তবে এবার আমজনতার জন্যও চুপিসারে সস্তায় একটি নতুন স্মার্টফোন গ্লোবাল মার্কেটে নিয়ে এসেছে সংস্থা। যার নাম OnePlus Nord N30 SE 5G। এটি Nord N20 SE-এর উত্তরসূরি হিসেবে এসেছে, যা ২০২২ সালে লঞ্চ হয়েছিল৷ নতুন মডেলটি পূর্বসূরির তুলনায় একাধিক ক্রমবর্ধমান আপগ্রেড অফার করে৷ এতে রয়েছে এলসিডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, MediaTek Dimensity 6020 প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি জেনে নিই।

OnePlus Nord N30 SE 5G:স্পেসিফিকেশন ও দাম

ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ৫জি ফোনে ৬.৭২ ইঞ্চির সেন্টার্ড পাঞ্চ-হোল এলসিডি স্ক্রিন রয়েছে। ডিসপ্লেটি ফুলএইচডি+ রেজোলিউশন অফার করে। ফোনটির রিয়ার প্যানেলে আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ড উপস্থিত রয়েছে। তবে, এতে ওয়ানপ্লাসের সিগনেচার ফিচার, অ্যালার্ট স্লাইডার এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক নেই।

পারফরম্যান্সের জন্য, ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ৫জি-তে MediaTek Dimensity 6020 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি তার পূর্বসূরির হেলিও জি৩৫ চিপের তুলনায় একটি বড় আপগ্রেড। ডিভাইসটি ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ৫জি-তে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। ব্যাটারি এবং চার্জিংয়ের ক্ষেত্রে, নর্ড এন৩০ এসই ৫জি-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ৫জি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে অক্সিজেন ওএস ১৩.১ (Oxygen OS 13.1) কাস্টম স্কিনে রান করে।

OnePlus Nord N30 SE 5G স্মার্টফোনটি ৫৯৯ দিরহামে লঞ্চ করা হয়েছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩,৬০০ টাকা। কেনা যানে স্যাটিন ব্ল্যাক ও সায়ান স্পার্ক কালার অপশনে। ভারতে এটি কবে আসবে তা এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।