নতুন ফোন কিনবেন? OnePlus ও Oppo -র এই ফোনগুলিতে চলবে এয়ারটেলের 5G

চলতি মাসের প্রথম দিনেই ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস’ (IMC) ইভেন্টে ভারতে আনুষ্ঠানিকভাবে 5G পরিষেবা চালু করা হয়েছে। আর ইতিমধ্যেই দেশের দুটি শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি Reliance Jio এবং Bharti Airtel ভারতের নির্বাচিত কয়েকটি শহরে নিজেদের পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সার্ভিস রোলআউট করেছে। উল্লেখ্য যে, বর্তমানে কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বারাণসী, বেঙ্গালুরু, গুরুগ্রাম, এবং চেন্নাই – দেশের এই আটটি প্রধান শহরে মিলছে Airtel 5G Plus পরিষেবা। সংস্থার তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, গ্রাহকরা তাদের বিদ্যমান 4G সিমেই এই দুরন্ত গতির নেট পরিষেবা ব্যবহার করতে পারবেন। কিন্তু এরপরও অনেক ইউজারই অভিযোগ করেছেন যে, তাদের কাছে 5G কানেক্টিভিটির ফোন থাকা সত্ত্বেও, তারা Airtel-এর নেট পরিষেবা ব্যবহার করতে পারছেন না। কিন্তু ঠিক কী কারণে ঘটছে এরকম ঘটনা?

এর জবাবে এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলির তরফ থেকে উপযুক্ত সফ্টওয়্যার আপডেট রোলআউট করা না হলে সমস্ত ৫জি ফোনে কোম্পানির নেট পরিষেবা পাওয়া যাবে না। আর সেজন্য ইতিমধ্যেই সকল ওইএম (OEM অর্থাৎ অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) তাদের ডিভাইসগুলির জন্য ওটিএ (OTA অর্থাৎ ওভার-দ্য-এয়ার) আপডেট রোলআউট করা শুরু করে দিয়েছে, যার জেরে বেশ কয়েকটি নামজাদা কোম্পানির অনেকগুলি স্মার্টফোনে এখন এয়ারটেলের ৫জি পরিষেবা পাওয়া যাচ্ছে এবং আগামী দিনে কোন কোন ফোনে এই ঝড়ের গতির নেট সার্ভিস মিলবে, সেকথাও হ্যান্ডসেট প্রস্তুতকারক সংস্থাগুলির তরফে আগাম জানিয়ে দেওয়া হচ্ছে। এই প্রতিবেদনে আমরা বর্তমানে তথা আগামী দিনে ওপ্পো (Oppo) এবং ওয়ানপ্লাস (OnePlus)-এর যে সকল ৫জি স্মার্টফোনে এয়ারটেলের পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সার্ভিস পাওয়া যাবে, তার সম্পূর্ণ তালিকা আপনাদেরকে জানাতে চলেছি। উল্লেখ্য যে, বর্তমান সময়ে উক্ত কোম্পানি দুটির জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে আর কাউকেই কিছু বলে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে আসন্ন দীপাবলি উপলক্ষে যারা হালফিলে কোনো ব্র্যান্ড-নিউ ৫জি স্মার্টফোন কেনার প্ল্যান করছেন, তারা এই হ্যান্ডসেটগুলিকে পকেটস্থ করার কথা নির্দ্বিধায় ভেবে দেখতে পারেন।

OnePlus-এর এই 5G স্মার্টফোনগুলিতে পাওয়া যাবে Airtel 5G Plus পরিষেবা

ভারতী এয়ারটেলের ৫জি নেটওয়ার্ক বর্তমানে এই ওয়ানপ্লাস স্মার্টফোনগুলিতে মিলবে – OnePlus Nord, OnePlus 9, OnePlus 9 Pro, OnePlus Nord CE, OnePlus Nord CE 2, OnePlus 10 PRO 5G, OnePlus Nord CE Lite 2, OnePlus 10R, OnePlus Nord 2T, OnePlus 10T এবং OnePlus 9RT।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভবিষ্যতে নিম্নোক্ত ওয়ানপ্লাস স্মার্টফোনগুলিতে এয়ারটেলের ৫জি নেটওয়ার্কের সাপোর্ট পাওয়া যাবে – OnePlus 8, OnePlus 8T, OnePlus 8 Pro, OnePlus Nord 2 এবং OnePlus 9R।

Oppo-র এই 5G স্মার্টফোনগুলিতে মিলবে Airtel-এর 5G সার্ভিস

ভারতী এয়ারটেলের ৫জি নেটওয়ার্ক বর্তমানে এই সকল ওপ্পো স্মার্টফোনগুলিতে পাওয়া যাচ্ছে – Oppo Reno 5G Pro, Oppo Reno 6, Oppo Reno 6 Pro, Oppo F19 Pro Plus, Oppo A53s, Oppo A74, Oppo Reno 7 Pro 5G, Oppo F21 Pro 5G, Oppo Reno 7, Oppo Reno 8, Oppo Reno 8 Pro, Oppo K10 5G এবং Oppo F21s Pro 5G।