Oppo -এর ধামাকা অফার, মাত্র ৭৩০০ টাকায় কিনে নিন ১৪ হাজার টাকার ফোন
আপনি কি ৮ হাজার টাকার রেঞ্জে নতুন ফোন কিনতে চান? তাহলে বলি, একই রেঞ্জে এখন অফারের সাথে পাওয়া যাচ্ছে Oppo A16e। এই ফোনের...আপনি কি ৮ হাজার টাকার রেঞ্জে নতুন ফোন কিনতে চান? তাহলে বলি, একই রেঞ্জে এখন অফারের সাথে পাওয়া যাচ্ছে Oppo A16e। এই ফোনের বেস মডেলের এমআরপি ১৩,৯৯৯ টাকা। তবে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এটি ৮,৯৯৯ টাকায় উপলব্ধ। এছাড়া আপনি আরও ১,৭০০ টাকা ছাড় পেতে পারেন, যারপর ফোনটির দাম কমে দাঁড়াবে ৭,২৯৯ টাকা। এরজন্য আপনাকে CITI ব্যাংকের কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে।
জানিয়ে রাখি, ওপ্পো এ১৬ই দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এর ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা। আর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৮৯৮ টাকা।
Oppo A16e এর স্পেসিফিকেশন ও ফিচার
ওপ্পো এ১৬ই ফোনের সামনে দেখা যাবে ৭২০ x ১৬০০ পিক্সেল রেজোলিউশনের ৬.৫২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ, পিক ব্রাইটনেস ৪৮০ নিটস এবং পিক্সেল ডেনসিটি ২৬৯ পিপিআই। এই ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি২২ প্রসেসর। ওপ্পো এ১৬ই ৪ জিবি পর্যন্ত র্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।
মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Oppo A16e ফোনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর ব্যাক প্যানেলে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এই ফোনে ৪,২৩০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। সিকিউরিটির জন্য শুধু ফেস আনলক ফিচার উপলব্ধ।